
সম্প্রতি দিল্লিতে একটি অনাথ আশ্রমের মেয়েদের সঙ্গে দীপাবলি কাটিয়েছেন স্বরা। তারপরই তাঁর এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার প্রতি পূর্ণ সমর্থন আছে স্বরার বাবা-মায়ের। স্বরা বলেছেন, আমি এখন সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটিতে একজন সম্ভাব্য দত্তক নিতে ইচ্ছুক অভিভাবক। জানি, অপেক্ষার কালটা দীর্ঘ, প্রায়ই তিন বছরও অপেক্ষা করতে হয়। কিন্তু আমার বাচ্চার অভিভাবক হওয়ার জন্য আর যেন তর সইছে না।
স্বরাকে শেষ দেখা গিয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ ‘রসভরী’ ও নেটফ্লিক্স সিরিজ ‘ভাগ মিলখা ভাগ’-এ। সামনে তাঁকে দেখা যাবে সমকামী প্রেমের গল্প ‘শির কুর্মা’য়, যাতে আছেন শাবানা আজমি, দিব্যা দত্তকেও। অতীতে তিনি জনপ্রিয়তা পেয়েছেন ‘ভিরে ডি ওয়েডিং’ ও ‘নীল বাত্তি সান্নাটা’য়।