শেষ আপডেট: 16th March 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছিলেন স্বরা ভাস্কর। তাঁদের এই বিয়ে নিয়ে সে সময় কম আলোচনা হয়নি। এরই কিছু দিন পর কন্যা সন্তানের জন্ম দেন স্বরা। নাম রাখা হয় রাবিয়া রামা। রাবিয়া বড় হচ্ছে, কোন ধর্মে লালিত হচ্ছে সে? কোন আচারে বড় হচ্ছে। সবটা জানালেন স্বরা নিজেই।
তাঁর কথায়, "যখন ছোট ছিলাম বাবা আমাকে রামায়ণ ও মহাভারতের কাহিনী শোনাত। ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা করতাম আমি। বাবা বলত, আগে খেয়ে নাও তারপর শেষ করব। রাবিয়ার ক্ষেত্রেও তাই। কোনও কিছুর প্রতিই আমার কোনও অবিশ্বাস নেই। রাবিয়ার জন্মের পর আমি ফাহাদকে বলেছিলাম, সব ধর্মের সব রীতিই পালন করব। সব সংস্কৃতিকেই আপন করে নেব যেন ও ভাল থাকে। আমরা সমস্ত ধর্মের রীতিই পালন করেছি ওর জন্মের পরে। ওকে মজা করে বলেছলাম, 'খ্রিস্টানদের কিছু বাদ পড়ে গেল না তো?"
রাবিয়া অসুস্থ হয়ে পড়লেই প্রার্থনায় বসেন ফাহাদ। সব সংস্কৃতির ইতিবাচক দিকগুলি যেন অর্জন করতে পারে রাবিয়া, সেই দিকে নজর থাকে স্বরার।
বিয়ের পর থেকেই ধর্ম নিয়ে নানা মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে স্বরাকে। ফাহাদের সঙ্গে তাঁর প্রেম রাজনীতির ময়দান। ব্যারিকেড, জলকামান আর মিছিলই এক করেছিল তাঁদের। এই মুহূর্তে মেয়েকে নিয়েই সময় কাটছে তাঁর। স্বরাকে শেষ দেখা গিয়েছে, ২০২২ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'জাহান চার ইয়ার' ছবিতে।