Latest News

শাহরুখের দোষেই আমার জীবনে ভালবাসা এলো না! বাদশাকে নিয়ে এ কী বললেন স্বরা

দ্য ওয়াল ব্যুরো: জীবনের প্রেম পর্যায় নষ্ট করার জন্য এবার সরাসরি শাহরুখ খানের (Shah Rukh Khan) দিকে তোপ দাগলেন বলিউড অভিনেতা স্বরা ভাস্কর (Swara Bhasker) বললেন, ‘শাহরুখ ও আদিত্য চোপড়া, এই দু’জনের দোষেই আমি কাউকে ভালবাসতে পারলাম না। তাঁদের দেখানো রোম্যান্টিকতা শুধু সিনেমাতেই হয়। বাস্তবে নয়।’

কিন্তু হঠাৎ কেন এভাবে শাহরুখের উপর রেগে গেলেন স্বরা? এর কারণ খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে নয়ের দশকে। তখন সবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ) মুক্তি পেয়েছে। সেই ছবি দেখতে তখন দলে দলে দর্শক ছুটছে প্রেক্ষাগৃহে। কয়েক দশক পেরিয়ে আজও সেই ছবি এভারগ্রিন। সকলের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। এই ‘ডিডিএলজে’ যখন বেরিয়েছিল, তখন অন্য সবার মতোই স্বরাও ছবিটি সিনেমাহলে গিয়ে দেখেছিলেন, আর স্বাভাবিকভাবেই প্রেমে পড়ে গিয়েছিলেন শাহরুখ অভিনীত ‘রাজ মালহোত্রা’ চরিত্রটির।

সম্প্রতি নিজের ছবির প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্বরা। সেখানেই তাঁর জীবনে প্রেম এসেছে কিনা তা নিয়ে প্রশ্ন করতেই স্বরা বলেন, ‘আমি ডিডিএলজে দেখে সমবয়সী অন্যান্য মেয়েদের মতোই রাজের প্রেমে পড়েছিলাম। কিন্তু পরে যখন আমার জীবনে সত্যিই প্রেম এল, আমি দেখলাম তাঁরা কেউই রাজের মতো নয়। আসলে রাজের মতো এই দুনিয়ায় কেউই হতে পারবে না। তাই রাজ মালহোত্রা শুধুই সিনেমার পর্দায় রয়ে গেল, আমার জীবনে এলো না। সেদিন থেকে শাহরুখ ও আদি স্যারের উপর আমার রাগ। ওদের জন্যই আমার আর প্রেম হল না। ওই অবাস্তব ভালবাসা দেখিয়ে আমাদের এতটাই মুগ্ধ করেছিল যে আমরা সেই বয়সে প্রেমের সত্যি-মিথ্যে গুলিয়ে ফেলেছিলাম।’

২০২০-তেই সন্তান নেওয়ার কথা ভেবেছিলাম, করোনার ভয়ে পিছিয়ে আসি : সোনম

You might also like