শেষ আপডেট: 13th May 2018 10:24
দ্য ওয়াল ব্যুরো: যেভাবে গোটা দেশে হিল্লোল উঠেছিল বিরুষ্কার বিয়ে নিয়ে ঠিক সেভাবেই বাঙালি মেতেছিল রাজশ্রীর বিয়েতে। রাজ-শুভশ্রীর বিয়ে ট্রেন্ডিং হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও। অনেক ওঠা-পড়া পেরিয়ে চার হাত এক হয়েছে তাঁদের। গত কয়েক বছরে রাজ শুভশ্রীর সম্পর্ক নিয়ে টালিগঞ্জ পাড়ায় কম গল্প হয়নি। কেউ বলেছেন রটনা আবার কেউ বলেছেন যা রটে তার কিছু তো ঘটে।
বিয়ের আগে শুভশ্রীর মেহেন্দি, দু’জনের আইবুড়ো ভাত এবং গায়ে হলুদের ছবি বোল্টের গতিতে ছড়িয়ে পড়েছিল বজবজ থেকে ব্রিটেনের বাঙালির কাছে। তারপর বিয়ে, বাসি বিয়ে সেরে বাওয়ালি রাজ বাড়ি থেকে শবিবার সকালে বেরোলেন তখনই দেখা গেল সেই দৃশ্য। রাজের সঙ্গে গাঁটছড়া বাঁধা শুভশ্রীর কোলে তাঁর প্রিয় ‘সন্তান।’ জিলাতো। শুভশ্রীর আদরের পোষ্য জিলাতো। যাকে ‘সন্তান’ বলতেই পছন্দ করেন। কোলে জিলাতোকে নিয়েই বাওয়ালি রাজবাড়ি থেকে রাজের বাড়িতে পা দিলেন শুভশ্রী।
https://twitter.com/Calcutta_Times/status/995591657507598336
আরো পড়ুন রাজের বৌভাত, মিমি কোথায়