শেষ আপডেট: 5th January 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সাল, যখন গোটা বিশ্ব করোনা মহামারির কারণে প্রায় গৃহবন্দি, সেই সময় বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যু তাঁর ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছিল। ইরফানকে ছেড়ে, স্ত্রী সুতপা সিকদার এবং দুই পুত্রকে রেখে তিনি চিরবিদায় নেন। প্রায় সাড়ে চার বছর পরও ইরফানের শোক কাটিয়ে উঠতে পারেননি সুতপা। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
সুতপা জানিয়েছেন, ইরফানের মৃত্যুর পর রোজকার জীবনই যেন এক কঠিন লড়াই হয়ে উঠেছে। তাঁর কথায়, 'ইরফানের মৃত্যুর পরও তাঁকে নিয়ে কথা বলা আমার পক্ষে খুব কঠিন। আমি একটা বই লেখার চেষ্টা করছি, যেটা ওঁর জীবনের মজার ঘটনাগুলোকে ঘিরে। এটা কোনও স্মৃতিচারণ নয়।'
তিনি আরও বলেন, 'এর পাশাপাশি একটা সিনেমার স্ক্রিপ্টও লিখছি, যেটা ইরফানকে নিয়ে নয়। কিন্তু এই কাজ করতে গিয়েও আমি অনুভব করেছি, মনসুনের মতো আবেগের ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এখনও আমি আগের সেই শক্তি ফিরে পাইনি।'
সুতপা জানিয়েছেন, ইরফানের মৃত্যুর পর প্রায় তিন বছর তিনি কিছুই লিখতে পারেননি। তিনি বলেন, 'আমার মানসিক অবস্থাই এমন ছিল যে কিছু লেখার কথা ভাবতেও পারিনি। তাঁর চলে যাওয়া শুধু স্বামী হারানোর কষ্ট ছিল না, ৩৪ বছরের সঙ্গী এবং বন্ধুকে হারানোর শূন্যতা ছিল। আমরা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলাম। তাঁর হঠাৎ চলে যাওয়াটা আমাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল।'
ইরফানের অনুপস্থিতি এখনও সুতপার জীবনে গভীর শূন্যতা তৈরি করে রেখেছে। তবে এই শোকের মধ্যেই তিনি ধীরে ধীরে নিজের লেখালিখির প্রতি ভালবাসা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তা স্পষ্ট।