শেষ আপডেট: 28 May 2023 05:24
দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালে মুক্তি পেয়েছিল 'পান সিং তোমর'। সে ছবিতে ইরফান খানের (Irrfan Khan) অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে। সিনেমাটি জাতীয় পুরস্কারও জিতেছিল। কিন্তু তার থেকেও ইরফানের কাছে বড় পুরস্কার ছিল বোধহয় তাঁর স্ত্রী সুতপা শিকদারের (Sutapa Sikdar) প্রশংসা। যা শোনার পর কেঁদে ফেলেছিলেন অভিনেতা। সম্প্রতি ইরফান নিয়ে লেখা একটি বইয়ে সে কথাই খোলসা করেছেন প্রয়াত তারকার স্ত্রী।
'ইরফান: এ লাইফ ইন মুভিজ' শিরোনামের একটি বই আগামী ৭ জুন উন্মোচিত হবে। সেখানেই সুতপা শিকদারের একটি সাক্ষাৎকার রয়েছে। যেখানে 'পান সিং তোমর' পরবর্তী কিছু বিষয় নিয়ে কথা বলেছেন সুতপা। তিনি বলেছেন, এই ছবিতেই ইরফান নিজের জীবনের সেরা অভিনয় করেছেন।
সুতপা বলেছেন, "ইরফান জানতেন যে আমি যতদিন না নিজে অনুভব করব যে অভিনয় সত্যিই ভাল হয়েছে, ততদিন আমি মন রাখার জন্য বলতে পারব না, আরে বাহ, কী অসাধারণ অভিনয় করেছেন! কিন্তু 'পান সিং তোমর' দেখে আমি সত্যিই অনুভব করেছিলাম যে তিনি সেই চরিত্রটির সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছিলেন। সেই নিয়ে প্রশংসা করার পর ইরফান কেঁদে ফেলেছিলেন। কারণ, আমি প্রথমবার তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলাম।"
বিরল স্নায়ুর রোগ, আর সম্ভবত কখনোই ট্যুর করতে পারবেন না সেলিন ডিওন