শেষ আপডেট: 4th February 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি এখন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। তাঁদের অনস্ক্রিন রসায়ন নিয়ে চর্চার শেষ নেই। ভক্তদের একাংশের ধারণা, শুধু পর্দার জন্য নয়, বাস্তবেও প্রেম করছেন এই জুটি। আর সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে তাঁদের ‘বিয়ে’র ছবি!
সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে লাল বেনারসিতে পরেছেন সুস্মিতা, সোনার গয়নায় মোড়া, মাথায় টোপর আর সিঁথিতে সিঁদুর—একদম বধূর সাজে ধরা দিয়েছেন। পাশে সাহেব, যিনি স্যুটেড লুকে থাকলেও গায়ে জড়িয়েছেন সাদা জোর। ছবির ক্যাপশনে লেখা, 'কথা ও এভির শুভ পরিণয়ে আপনাদের আমন্ত্রণ।'
এতকিছু দেখে ভক্তরা বিয়ের খবর সত্যি বলে ধরে নিলেও, আদতে এটি রিল লাইফের বিয়ে! জনপ্রিয় ধারাবাহিক 'কথা'-তে তাঁদের চরিত্র এভি ও কথার বিয়ে হয়েছে। গল্পে দেখা যাচ্ছে, পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করতে অস্বীকার করায় কথা রেগে বাড়ি ছেড়ে চলে যায়। তাকে ফিরিয়ে আনতেই এভির পরিবার সাজায় মিথ্যে বিয়ের নাটক, যা শেষ পর্যন্ত সত্যিতে পরিণত হয়! ধারাবাহিকের এই নতুন মোড় দর্শকদের বেশ আনন্দ দিচ্ছে, আর টিআরপিও সেভাবেই ঊর্ধ্বমুখী।
রিয়েল লাইফে কি প্রেম করছেন সাহেব-সুস্মিতা?
এত চর্চার পর প্রশ্ন উঠছে—সত্যিই কি পর্দার বাইরেও প্রেম করছেন সাহেব ও সুস্মিতা? যদিও সাহেব পুরো বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, 'দু'জন পেশাদার অভিনেতা একসঙ্গে কাজ করলে এমন জল্পনা হতেই পারে। কিন্তু আমাদের কাজটাই আসল, এর বাইরে কিছু ভাবছি না।'
এদিকে, সাহেবের ঘনিষ্ঠ মহল বলছে, তিনি নাকি বর্তমানে মডেল স্বাগতাকে ডেট করছেন! অন্যদিকে, সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে তাঁর বাগদান ভেঙে যাওয়ার পরই গুঞ্জন ওঠে, সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি এই বিচ্ছেদ! যদিও সুস্মিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'কোনও সম্পর্ক কখনও তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। সম্পর্ক টেকে না শুধুমাত্র সেই দুজনের বোঝাপড়া ও পরিস্থিতির জন্য। এর বাইরে কিছু বলার নেই।'
৪০০ পর্ব পেরিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে 'কথা'। ধারাবাহিকের মতোই সাহেব-সুস্মিতার জুটিও এখন আলোচনার কেন্দ্রে। বাস্তবের প্রেম নাকি নিছক গুঞ্জন—সেটা সময়ই বলবে, তবে অনস্ক্রিন তাঁদের রোম্যান্স যে আরও জমে উঠছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই!