শেষ আপডেট: 12th September 2024 18:53
দ্য ওয়াল ব্যুরো: সুস্মিতা সেনকে নিয়ে জল্পনার শেষ নেই। কখনওই তিনি সোজা সাপ্টা বলতে চাননি তাঁর সম্পর্ক নিয়ে। প্রায়ই শোনা যায়, তিনি রোহমান শালের সঙ্গে ডেট করছেন। আবার ব্রেক আপের কথাও উঠে এসেছে কিছু দিন আগে। আসল ব্যাপারটা কী? তা নিয়েই মুখ খুললেন বিশ্বসুন্দরী।
সম্প্রতি বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে অভিনেত্রীকে তাঁর সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, 'এখন আমার জীবনে কোনও পুরুষ নেই।' সাক্ষাৎকারে সরাসরি জানিয়ে দেন তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস।
সুস্মিতা সেন এদিন সাক্ষাৎকারে জানান, 'আপাতত সিঙ্গল থাকতেই পছন্দ করছি। এখন আপাতত কোনও পুরুষে আগ্রহী নই। আর তাতেই আমি বেশ ভাল আছি। আর আগে যা কিছু ছিল, সেই সব কিছু থেকে মুভ অন করে গিয়েছি।'
তিনি আরও বলেন, 'সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকাটা খুব দরকার। আর এটাতে আমি খুবই বিশ্বাস করি। কোনও সম্পর্কে যদি তা না থাকে, তাহলে সম্পর্কটার কোনও মানেই নেই। সেই সঙ্গে সম্মান থাকাটাও খুব জরুরি।'
নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, 'তাছাড়া আমি প্রায় দুই বছর ধরে সিঙ্গল। ২০২১ সাল থেকে কোনও সম্পর্কে জড়াইনি। কিন্তু তারপরেও যা কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তা সত্য নয়।'
বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই সুস্মিতা সাফ বলেন, 'অবশ্যই বিয়ে করব। তেমন ইচ্ছেও আছে। কিন্তু এখনই না। দেরি আছে। যখন মনে করব, এবার আমার বিয়ে করা প্রয়োজন, তখন করে নেব। এবার কবে করব, তা এখন থেকেই বলতে পারছি না।'