
ইনস্টাগ্রামে ছবিদুটির সঙ্গে শ্বেতা লিখেছেন, ও বেঁচে আছে, ওর নাম রয়ে গিয়েছে। ওর সত্তা বেঁচে আছে। এক নিখাদ আত্মার প্রভাব এটাই। তুমি ঈশ্বরের নিজের সন্তান মাই বেবি। তুমি চিরকাল থেকে যাবে। #চিরকালের সুশান্ত।
View this post on Instagram
সুশান্ত পয়েন্টে একটি সাইনবোর্ডে বলা হয়েছে, আলো এত উজ্জ্বল, যা পরিবর্তন ঘটাতে অন্ধকারকে বিদীর্ণ করেছে। সেলিব্রেট ইন্ডিয়া ইঙ্কের অস্ট্রেলিয় গোষ্ঠী ৭ নভেম্বর ২০২০-র সঙ্গে পরিবেশ সংরক্ষণে এক ক্ষুদ্র অবদান। আরেকটিতে লেখা হয়েছে, সুশান্ত সিং রাজপুত ১৯৮৬-২০২০ (বিহার, মুম্বই, ভারত)। একজন অভিনেতা, কৌতূহলী জ্যোতির্বিদ, পরিবেশবিদ ও মানবতাবাদী। লক্ষ, লক্ষ মনকে ছুঁয়ে যাওয়া এক আত্মা।
সুশান্তকে তাঁর মুম্বইয়ের বাসভবনে মৃত অবস্থায় একদিন সকালে পাওয়া যায়। প্রাথমিক পুলিশি তদন্তে এ ঘটনা আত্মহত্যা বলে জানানো হয়, যদিও অভিনেতার পরিবার তাঁদের ছেলের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত করে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সুশান্তের আকস্মিক মর্মান্তিক পরিণতি বলিউডের বিরুদ্ধে স্বজনপোষণ , পক্ষপাতিত্বের অভিযোগ সামনে নিয়ে আসে। সম্প্রতি সুশান্ত অভিনীত শেষ ছবি ছিঁছোড়ে ৬৭-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা হিন্দি ফিচার ফিল্মের শিরোপা পেয়েছে।