
একটি সূত্রের খবর, সেই ঘরের ভাড়ার বিজ্ঞাপন দিয়েছে তার দেখভাল করা রিয়েল এস্টেট ফার্ম। ভাড়ার অঙ্ক মাসে চার লাখ টাকা। সুশান্ত ভাড়া দিতেন মাসে সাড়ে চার লাখ টাকা। দোতলা সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট, যেখানে সুশান্ত থাকতেন বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে। অনেকেই নাকি সুশান্তের সেই ঘর ভাড়া নিতে চান, হয়তো করোনাভাইরাস অতিমারী পর্ব মিটে গেলেই সেখানে নতুন মালিক আসবেন। তবে আবার অনেকে সেই ঘরের ‘ইতিহাস’ মাথায় রেখে পিছিয়েও আসছেন। সিবিআই, ইডি, এনসিবি-নানা এজেন্সির পা পড়েছে সেখানে। একটি প্রথম সারির দৈনিক এক সেলেব্রিটি ব্রোকারকে উদ্ধৃত করে বলেছে, অ্যাপার্টমেন্টটি লিজের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তবে এখনও কোনও ভাড়াটে ঠিক হয়নি। অতিমারীর জন্য বেশি খদ্দের আসেনি এখনও। সুশান্তের সেখানে থাকার কথা ছিল ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত। ব্রোকারটি বলেছে, ঘর থেকে সমুদ্রকে দারুণ দেখায়। সৃষ্টিশীল মনের জন্য দারুণ জায়গা।
২০০৮ সালে টিভি শো ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ সুশান্তের। তবে ঘরে ঘরে তাঁর নাম ছড়িয়ে পড়ে পবিত্র রিস্তা সিরিয়ালের লিড রোলে অভিনয়ের সুবাদে। তাঁর বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। তবে সিরিয়ালের দুনিয়ায় আটকে না থেকে বলিউডের আরও বড় ইন্ডাস্ট্রিতে সামিল হন সুশান্ত। ২০১৩-য় কাই পো চে দিয়ে শুরু। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।