Latest News

মারা গেল সুশান্তের ‘সন্তান’ ফাজ, শোকে পাথর পরিবার

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের জুন মাসে চলে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এবার তাঁর মৃত্যুর প্রায় তিন বছরের মাথায় মারা গেল প্রিয় পোষ্য (Pet Dog) ফাজ (Fudge)। এতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে অভিনেতার পরিবার। সুশান্তকে আগে একাধিক পোস্টে বলতে দেখা গেছে, ফাজকে তাঁরা সন্তানস্নেহে বড় করেছেন। মঙ্গলবার সকালে এই খবর নিজেই জানিয়েছেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং।

এদিন প্রিয়াঙ্কা লেখেন, “অবশেষে তোমার সঙ্গে তোমার বন্ধুর স্বর্গে দেখা হবে।” এই খবরে মন ভার সুশান্ত ভক্তদেরও। এই ব্ল্যাক ল্যাব্রাডর ছিল সুশান্তের সর্বক্ষণের সঙ্গী। অভিনেতার প্রয়াণের পর ফাজও রীতিমতো ভেঙে পড়েছিল। বন্ধ করেছিল খাওয়া-দাওয়াও। দীর্ঘ সময় বাদে সে ধীরে ধীরে স্বাভাবিক হয়। পশু বিশেষজ্ঞদের মতে, সেই ঘটনার বড়সড় প্রভাব পড়েছিল ফাজের মধ্যে। হতে পারে, সেই কারণেও এত তাড়াতাড়ি মৃত্যু হল তার।

সুশান্তের মৃত্যুর পর ফাজের মালিকানা নিয়ে নানারকম বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে সুশান্তের দিদিই পরবর্তীতে কুকুরটিকে দত্তক নেন। কিন্তু তারপরেও ফাজ খুঁজে বেড়াত তার প্রিয় বন্ধুকে। এবার কি তবে দুজনের আবার দেখা হবে! তেমনটাই বলছেন সুশান্ত-অনুরাগীরা।

ক্যাটরিনা প্রেগন্যান্ট নাকি? পোশাক ঘিরে মা হওয়ার জল্পনা

You might also like