শেষ আপডেট: 5th May 2023 07:59
দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর তিন বছরের মাথায় আবার বড়পর্দায় ফিরছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। তবে এবার আর নতুন ছবি নয়, প্রয়াত অভিনেতার পুরনো সিনেমাই আবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আগামী ১২মে দেশজুড়ে আবারও রিলিজ হতে চলেছে 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' (M.S. Dhoni: The Untold Story)। ২০১৬ সালে প্রথমবার দেশের প্রাক্তন অধিনায়কের বায়োপিক মুক্তি পেয়েছিল হিন্দিতে (Bollywood)। আর এবার ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতেও রিলিজ হবে ছবিটি। প্রিয় এসএসআরের ছবি আবার বড়পর্দায় মুক্তি পাওয়ার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
ট্রফি জয়ের দিক দিয়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের চড়াই-উতরাইকে অসম্ভব বিশ্বাসযোগ্যতার সঙ্গে ক্যামেরায় ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত। তাঁর স্বল্প সময়ের কেরিয়ারে এই ছবিটিই ছিল একমাত্র ব্লকব্লাস্টার হিট। ধোনির ক্রিকেট জীবনের সেই গল্প এখন টিভির পর্দায় বা ওটিটি প্ল্যাটফর্মে হামেশাই দেখা যায়। এবার সিলভার স্ক্রিনে সেই ম্যাজিক দেখা যাবে আরও একবার।
ঘটনা প্রসঙ্গে ডিজনি স্টারের তরফে জানান, "স্টার স্টুডিওর বানানো অন্যতম সেরা ছবি 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'। ধোনির জীবনের অবিশ্বাস্য জার্নি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। সুশান্তও অসাধারণ কাজ করেছিলেন। তাই ধোনির ক্যারিশমা ও সুশান্তের অনবদ্য অভিনয় বড়পর্দায় আরও একবার চাক্ষুস করার জন্যই এই ছবি আবারও মুক্তি পাচ্ছে।"
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন যখন ভরা লকডাউন গোটা দেশজুড়ে, সেইসময় রহস্যমৃত্যু হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। বান্দ্রায় তাঁর বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়েছিল গোটা বলিউড। সেই মৃত্যু তিন বছর পরেও রহস্যে মোড়া। যদিও প্রয়াত অভিনেতার অনুরাগীরা বলেন, তাঁকে খুন করা হয়েছিল। তবে প্রথমে মুম্বই পুলিশ এর তদন্ত শুরু করলেও তা আজ কালের গর্ভে তলিয়ে গিয়েছে।
বিকিনি পরতে মা-র থেকে অনুমতি চেয়েছিলেন এষা, কী বলেছিলেন হেমা মালিনী?