শেষ আপডেট: 6th March 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: বসন্তের এক সন্ধে। কলা মন্দিরের আলো গুলো ধীরে ধীরে নিভে আসছে। আর ঠিক তখনই মামে খানের (mame khan) কণ্ঠে সেই আর্তি ‘কেসরিয়া বালাম আওনি, পধারো মাকে দেশ’! একদিকে গায়কী আর তার সঙ্গে উপযুক্ত সঙ্গত। সুরের সঙ্গে মিশে যাচ্ছে মনের রং। ৫ই মার্চে, এমনই এক সুরেলা সন্ধের আয়োজন করেছিল ‘অনামিকা কলা সঙ্গম’। অনুষ্ঠানের নাম ‘সুরো কী হোলি উইদ মামে খান এবং রক এন রুটস’ (Suron Ki Holi with Mame Khan & Rock N Roots)! প্রেক্ষাগৃহ কানায় কানায় ভর্তি। রাজস্থানি লোক সঙ্গীত ডুব দিল তামাম শ্রোতা। ঐতিহ্য এবং আধুনিকতার এক নিখুঁত মিশ্রণ, ধরা পড়ল সুর, তাল, ছন্দে।
বসন্ত এক উৎসবমুখর ঋতু। এমন সময় প্রেমেরও বটে। প্রিয়জনের মনে মিশে থাকার রং খুঁজে নেয় অপরজন। এবং তা বুঝেই একের পর এক প্রেমের গান ধরছিলেন মামে খান। কখনও বাওরে, ছাপ তিলক কিংবা হোলি আই, লাল পিলি আঁখিয়ার মতো গানে ভেসে গেল কালা মন্দির প্রেক্ষাগৃহ।
মামে খান এবং রক এন রুটস শুধুমাত্র সঙ্গীত পরিবেশনায় নিজেদের আবদ্ধ রাখেনি, বসন্ত উৎসবে মিশিয়ে দেয় সঙ্গীত, ছন্দ এবং দোলের প্রকৃত রূপ। লোকসঙ্গীত—উৎসব, ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে হয়ে ওঠে আরও প্রাণবন্ত। গতকালের রাত, শুধুমাত্র সুরের ছটায় হয়ে ওঠে আরও মোহময়!
মামে খান দেশের প্রথম লোকসঙ্গীত শিল্পী, যিনি কান্স ফিল্ম ফেস্টিভ্যাল (২০২২) রেড কার্পেটে পা রেখেছিলেন। তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ভারতীয় দলের সদস্য ছিলেন মামে।