শেষ আপডেট: 19th May 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন 'দ্য কেরালা স্টোরি' ৯The Kerala Story)-র পরিচালক সুদীপ্ত সেন। বাংলায় (Bengal) ছবিটি চলার জন্য বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর পাশাপাশিই বিচারপতি বলেছেন, ছবি শুরুর ডিসক্লেইমারে (special conditions) দেখাতে হবে যে, এই গল্প কাল্পনিক। তবেই ফের এই রাজ্যে দেখানো যাবে 'দ্য কেরালা স্টোরি'। শুক্রবার কলকাতায় এসে সেই রায় নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন ছবির পরিচালক।
সুদীপ্ত সেন বলেছেন, "আদালত চাইছে ছবির গল্পকে কাল্পনিক বলে ঘোষণা করি। তবেই পশ্চিমবঙ্গের সব প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শন আবার করা যাবে। কিন্তু একটা সত্যি গল্পকে এভাবে কাল্পনিক লিখতে হবে বললেই হল নাকি? আমি তো জানি যে ছবির ঘটনা পুরো সত্যি। আদালত যতই রায় দিক না কেন, সত্যি তো বদলাবে না। সেটা আমি খুব ভাল মতোই জানি।"
এখানেই শেষ নয়। আদালত সিনেমা প্রদর্শনের জন্য আরও বেশ কিছু বিশেষ বিবৃতি দিতে বলেছে। সেই নিয়ে সুদীপ্ত সেন বলেছেন, "বাকি যা যা ডিসক্লেইমার দিতে বলা হয়েছে, সেগুলি নির্মাতারা বুঝে নেবেন। কিন্তু যে ঘটনা সত্যি, তাকে কাল্পনিক বলতে বলা হলে একেবারেই মানা যায় না। হয়তো সব শর্ত মেনে ২০ তারিখ থেকে সিনেমাটি আবার রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে চলবে। কিন্তু তাতে সত্যি চাপা পড়ে যাবে।"
মমতার নির্দেশে খারিজ সুপ্রিম কোর্টে, বাংলায় দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’