এমতাবস্থায় যখন দেবের উত্তরের প্রত্যাশায় হা-পিত্যেশ করছেন তাঁর ভক্তরা ঠিক তখনই অভিনেতা-সাংসদের সারপ্রাইজ! ইনস্টায় একটা স্টোরি, আর তারপরেই সব জল্পনার অবসান!
শেষ আপডেট: 16 June 2025 15:05
দ্য ওয়াল ব্যুরো: কেউ বলছেন প্রকাশ্যে, কেউ বলছেন আড়ালে! টলিউডের হট-হ্যাপেনিং জুটি দেব-রুক্মিণীকে নিয়ে বিগত কিছু সময় ধরে জোর চর্চা। সমাজমাধ্যমের পাতাতেও জল্পনার শেষ নেই। রটেছে, প্রেমিকা রুক্মিণী মৈত্রর সঙ্গে নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তাঁর। সুপারস্টারের সঙ্গে নাম জড়াচ্ছে উঠতি নায়িকারও!
এমতাবস্থায় যখন দেবের উত্তরের প্রত্যাশায় হা-পিত্যেশ করছেন তাঁর ভক্তরা ঠিক তখনই অভিনেতা-সাংসদের সারপ্রাইজ! ইনস্টায় একটা স্টোরি, আর তারপরেই সব জল্পনার অবসান! দেব বুঝিয়ে দিলেন, ভালবাসাতেই আছেন তিনি।
সাদা-কালোয় পাশাপাশি দু'টি হাতে। তাতে ধরা ডায়েটের বাইরের লোভনীয় খাবার। লেখা, 'মুম্বই ডায়েরিজ' সঙ্গে একটি লাভ ইমোজি-- দেবের ইনস্টা স্টোরির দিকে নজর দিলে দেখা যাচ্ছে এমনটাই। পুরুষালী হাতটি দেবের, তা বলার অপেক্ষা রাখে না! কিন্তু আর একটি? একটি ট্যাটুই করেছে সব জল্পনার অবসান!
ইন্ডাস্ট্রির অনেকেরই জানা, সম্পর্কের সেই শুরু থেকেই নিজের হাতে 'রুক্মিণী' লেখা ট্যাটু করিয়েছিলেন দেব। অন্যদিকে নায়িকাও কম যান না, তাঁর হাতেও রয়েছে 'দেব' লেখা ট্যাটু। আর এই ট্যাটুই করে দিয়েছে সব জল্পনার 'দি এন্ড'। রুক্মিণী মৈত্রের সঙ্গে তাঁর আস্তানা মুম্বই! হাঁফ ছেড়েছেন তাঁদের ভক্তরা। এতদিনের সম্পর্ক বলে কথা!