শেষ আপডেট: 14th April 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা-ব্যবসায়ী সুনীল শেট্টি সম্প্রতি দাদু হয়েছেন। মেয়ে আথিয়া শেট্টি এবং ক্রিকেটার জামাই কেএল রাহুলের ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। ২৪ মার্চ এই খুশির খবর পেয়ে আবেগে ভেসেছেন সুনীল। সম্প্রতি তিনি লিঙ্কডইনে একটি আবেগঘন পোস্টে জানিয়েছেন, জীবনের বহু বছরের দৌড়ঝাঁপ, সাফল্যের খোঁজ, নাম-যশের আকাঙ্ক্ষার পর বুঝেছেন—আসল সুখ লুকিয়ে থাকে একেবারে সাধারণ মুহূর্তগুলোর মাঝে।
সুনীল লেখেন, ‘মজার বিষয় কী জানেন? আমরা জীবনের বহু বছর কেটে দিই সেই জিনিসগুলোর পিছনে দৌড়ে, যেগুলো ভাবি আমাদের সুখ দেবে। সঠিক চরিত্র, বড় ব্যবসা, আরও টাকা, পরিচিতি—আরও আরও অনেক কিছু। কিন্তু আজ বুঝি, আসল আনন্দটা আসে একদম সাধারণ কিছু জিনিস থেকে।’
নাতনির জন্ম যেন এক নতুন অধ্যায় খুলে দিয়েছে সুনীলের জীবনে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি লেখেন, ‘সম্প্রতি দাদু হওয়া—এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এমন এক খাঁটি সুখ, যা পৃথিবীর কোনও কিছু দিতে পারে না, আবার কেড়ে নিতেও পারে না। আমি জীবনের অনেকটা সময় সিনেমা বানাতে, ব্যবসা গড়তে, ব্যস্ত থেকেছি। সেই সব নিয়ে আমি গর্বিত। কিন্তু যখন আমি আমার নাতনিকে কোলে নিই, তখন মনে হয়—ওসব কিছুই আর বড় নয়। এই ছোট্ট প্রাণটাকে কোলে নিয়ে মনে হয় জীবনের আসল মানেটা যেন নতুন করে বুঝতে পারছি।’
তিনি আরও জানান, যখন দেখলেন সুনীলের মা—নতুন প্রজন্মের ‘অম্মা’, নিজের ছোট্ট পুতিকে কোলে নিয়ে বসে আছেন, তখন সেই মুহূর্তটাই তাঁর জীবনের অন্যতম প্রিয় স্মৃতি হয়ে গিয়েছে।
শুধু বর্তমান নয়, অভিনেতা ফিরে তাকিয়েছেন নিজের শৈশবের দিকেও। ম্যাঙ্গালোরের ছোট্ট শহরে কাটানো দিন, খালি পায়ে দৌড়ঝাঁপ, খোলা মাঠ, ঘরের রান্না—সেই সব সাদামাটা মুহূর্তই ছিল সত্যিকারের সুখের স্থান। সুনীল লেখেন, ‘জীবনভর আমরা সবাই কোনও না কোনও রকম দৌড়ে থাকি। আমারও হয়েছিল। কিন্তু এখন বুঝি, আসল আনন্দ তো সেখানেই ছিল, যেখানে কোনও দাম দিতে হয় না—শুধু ভালোবাসা, পরিবার আর প্রকৃতির মাঝে।’
তবে দাদু হলেও এখনই থেমে যেতে চান না সুনীল। তিনি লেখেন, লক্ষ্য এখনও আছে, স্বপ্ন এখনও দেখা হয়। তবে আগের মতো সেই দৌড়ঝাঁপ আর নেই, বরং এখন অনেকটাই শান্তি, স্বস্তি, আর হৃদয়ে এক গভীর তৃপ্তি নিয়ে বাঁচছেন তিনি। ‘এই ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে মনে হচ্ছে জীবন যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে—সবকিছু সহজ করে দাও, প্রতিটি দিনকে ভালোবাসো, আর ‘আরও চাই’-এর বোঝা থেকে নিজেকে মুক্ত করো। এখন আমার কাছে এটাই সবচেয়ে বড় বিলাসিতা, আর আমি সত্যিই কৃতজ্ঞ এই অনুভূতির জন্য।’
কাজের ক্ষেত্রেও আজ ব্যস্ত সুনীল শেট্টি। সম্প্রতি তাঁকে দেখা গেছে করণ জোহর প্রযোজিত ‘নাদানিয়াঁ’ ছবিতে খুশি কাপুরের বাবার চরিত্রে। সামনে মুক্তি পেতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’—আহমেদ খানের পরিচালনায় এই ছবিতে থাকছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং আরও অনেকে। বছরশেষে মুক্তি পাবে ছবি। পাশাপাশি 'হেরা ফেরি ৩'–এর জন্য আবারও একসঙ্গে দেখা যাবে সেই আইকনিক ত্রয়ীকে—সুনীল, অক্ষয় ও পরেশ। দাদু সুনীল শেট্টি এখন যেমন পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে উপভোগ করছেন, তেমনই ভক্তরাও অপেক্ষা করছেন আবার বড় পর্দায় তাঁকে দেখার জন্য।