আইপিএলে ইতিহাস গড়ে নতুন নজির গড়েছেন কেএল রাহুল। আর সেই অসাধারণ মুহূর্তে শ্বশুর তথা অভিনেতা সুনীল শেট্টির মুখেও ফুটে উঠেছে গর্বের ছাপ।
কেএল রাহুল ও সুনীল শেট্টি
শেষ আপডেট: 21 May 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে ইতিহাস গড়ে নতুন নজির গড়েছেন কেএল রাহুল। আর সেই অসাধারণ মুহূর্তে শ্বশুর তথা অভিনেতা সুনীল শেট্টির মুখেও ফুটে উঠেছে গর্বের ছাপ। কৃতিত্বের প্রশংসা করতে গিয়ে সুনীল জানিয়েছেন, রাহুল শুধুই রেকর্ড নয়, বরং ক্রিকেটের প্রতি ওর নিষ্ঠা এবং দেশের জন্য খেলে।
সম্প্রতি নিজের পরবর্তী ছবি ‘কেসরি বীর’-এর প্রচারে এক সাক্ষাৎকারে কেএল রাহুল সম্পর্কে মুখ খোলেন সুনীল। ANI-র ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাহুলের প্রতি প্রশংসা করছেন তিনি। সুনীল বলেন, “কেএল রাহুল সম্পর্কে আমি যেটুকু জানি, তা হল ও যেকোনও মূল্যে দেশের হয়ে খেলতে চায়। ও সব ফর্ম্যাটে খেলতে চায়—নম্বর ১ হোক বা ১১—ওর শুধু একটা জিনিস চাই, দেশের দলের অংশ হতে পারা। সেটাই ওর কাছে সবচেয়ে বড় পাওয়া।”
তিনি আরও যোগ করেন, “রাহুল বিরাটকে খুব শ্রদ্ধা করে। ওরা খুব ভাল বন্ধু। তাই আমি মনে করি না, বিরাট কোহলির কোনও রেকর্ড ভাঙতে পেরে রাহুল খুশি হয়েছে। বরং ও খুশি কারণ ও ভাল খেলেছে। ওর কাছে কোনও বিরাট বা রোহিতকে ছাড়িয়ে যাওয়া বড় বিষয় নয়—ওর কাছে বড় হল নিজের পারফরম্যান্স আর দলকে জেতানো। ওর চিন্তা এটুকুই।”
রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে কেএল রাহুল তাঁর পঞ্চম আইপিএল শতরানটি পূর্ণ করেন। এই শতরানটির মধ্য দিয়েই তিনি আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে শতরান করার নজির গড়েন। আগে পঞ্জাব কিংস এবং লখনউ সুপারজায়ান্টসের হয়েও দুটি করে শতরান করেছিলেন তিনি।
এদিকে সুনীল শেট্টি নিজে খুব শিগগিরই পর্দায় ফিরছেন একটি ঐতিহাসিক অ্যাকশনধর্মী ছবির মাধ্যমে। তাঁর আগামী ছবি ‘কেসরি বীর’ পরিচালনা করেছেন প্রিন্স ধিমান। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সূরজ পাঁচোলি, যিনি এই ছবির মাধ্যমেই কামব্যাক করছেন। এছাড়াও রয়েছেন বিবেক ওবেরয়, বরখা বিস্ত, অরুণা ইরানি ও আকাশা শর্মা। ছবিটি ২৩ মে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।