শেষ আপডেট: 31st January 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সম্পর্ক নিয়ে গত এক বছর ধরে বলিপাড়ায় গুঞ্জন চলছে। দু'জনের মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর হয়েছে যে, তা প্রেমে পরিণত হয়েছে বলে মনে করছেন নেটিজেনের একাংশ। তাঁদের একসঙ্গে হাইপ্রোফাইল পার্টি থেকে শুরু করে আইপিএল ম্যাচের গ্যালারিতে দেখা গিয়েছে। এই সম্পর্ক নিয়ে যদিও তাঁরা সরাসরি কিছু বলেননি, তবে তাঁদের একসঙ্গে সময় কাটানো এবং একে অপরকে প্রকাশ্যে প্রশংসা করার মাধ্যমে সেই গুঞ্জন আরও জোরালো হচ্ছে।
সম্প্রতি, সুহানা সোশ্যাল মিডিয়ায় একটি ফটোশুটের ছবি শেয়ার করেন, যেখানে সোনালি গাউন পরা সুহানা তার বোল্ড অবতারে সবাইকে মুগ্ধ করেন। তার এই ছবিতে নজর কাড়েন অগস্ত্য নন্দার মা শ্বেতা বচ্চন এবং বোন নভ্যা নভেলি নন্দা। শ্বেতা মন্তব্য করেন, 'তোমাকে ভারী সুন্দরী দেখাচ্ছে' এবং নভ্যা সুহানাকে আদুরে নাম ‘সু’ বলে ডাকেন। দুই বচ্চন পরিবারের সদস্যরা সুহানার ছবির নিচে হৃদয় ইমোজি যোগ করেন, যা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে।
এই প্রথম নয়, এর আগে সুহানা ও অগস্ত্যের একসঙ্গে পার্টি, ডিনার এবং ঘুরতে যাওয়া দেখে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে, তাদের সঙ্গে শ্বেতা ও নভ্যার উষ্ণ প্রতিক্রিয়া এই সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নিয়ে আরও আলোচনা তৈরি করেছে।
গত ডিসেম্বর মাসে, শাহরুখ ও তার পরিবার আলিবাগে ছুটি কাটাতে গিয়েছিলেন, যেখানে অগস্ত্যও তাদের সঙ্গে ছিলেন। একে অপরের পাশে থাকার এই দৃশ্যগুলি আরও অনেক কিছু বলছে, বিশেষ করে যখন আইপিএল চলাকালীন শাহরুখ অসুস্থ ছিলেন এবং অগস্ত্য সেসময় পাশে ছিলেন। প্রশ্ন উঠেছে—এই বন্ধুত্ব কি একসময় পরিবারের মধ্যে সম্পর্কের পরিণতি পেতে যাচ্ছে?