শেষ আপডেট: 5th July 2018 10:21
দ্য ওয়াল ব্যুরো: মেরুন স্ট্র্যাপলেস বিকিনি, চোখে রোদচশমা, টোনড বডি। ইন্টারনেটে আগুন জ্বালিয়ে দিয়েছেন সুহানা খান। সদ্য উনিশে পড়েছেন শাহরুখ কন্যা সুহানা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনিই ট্রেন্ডিং। নিজের স্টাইল আর ফ্যাশন স্টেটমেন্টে পিছনে ফেলেছেন বলিউডের তাবড় তাবড় নায়িকাদের। আর এ বার বিকিনি পড়ে হট অ্যান্ড বোল্ড লুকে ধরা দিলেন এই ইন্টারনেট সেনসেশন। সম্প্রতি পরিবারের সঙ্গে স্পেনে ছুটি কাটাতে গিয়েছেন সুহানা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে খান ফ্যামিলির ভ্যাকেশনের ছবি। এর আগে বার্সেলোনা শহরের রাস্তায় মেয়ের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছিলেন বলিউডের ফার্স্ট লেডি গৌরী খান। সেখানকার রাস্তায় আরিয়ান এবং আব্রামের সঙ্গে শাহরুখের খেলার ছবিও শেয়ার করেছিলেন মিসেস খান। বাবার সঙ্গে সুহানার খুনসুটির ছবিও ভাইরাল হয়েছিল। কিন্তু এ বার একদম অন্য লুকে ধরা দিলেন তিনি। দিন কয়েক আগেই সুহানার একটি ছবি পোস্ট করেন গৌরী। পারিবারিক বন্ধুদের সঙ্গে সে ছবিতে হট অ্যান্ড বোল্ড লুকে ধরা দিয়েছেন সুহানা। মেরুন রংয়ের বিকিনিতে সুহানাকে লাগছেও বেশ লাস্যময়ী। কিন্তু এ ছবি প্রকাশ্যে আসার পরেই নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন শাহরুখ কন্যা। মুসলিম হয়েও বিকিনি পড়েছেন সুহানা। আর এটাই তাঁর অপরাধ। অনেকেই অবশ্য প্রশংসা করেছেন সুহানার বোল্ড লুকের। কিন্তু নেটিজেনদের সঙ্গে ইন্টারনেট সেনসেশন সুহানার ফ্যানেদের কিন্তু জোরদার তরজা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। https://instagram.com/p/Bkz2JwnA8xz/?utm_source=ig_embed তবে এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্যই করেননি সুহানা। আর এটাই তো প্রথম নয়। এর আগেও একবার বিকিনি পড়ার জন্য ট্রোলড হয়েছিলেন তিনি। সেই সময় অবশ্য মেয়ের হয়ে গলা ফাটিয়েছিলেন কিং খান। তবে এ বার খান পরিবারের নিশ্চুপ থাকাই বুঝিয়ে দিচ্ছে যে নেটিজেনদের এ সব ট্রোলকে মোটেও পাত্তা দিচ্ছেন না তাঁরা।