শেষ আপডেট: 22nd September 2024 21:21
দ্য ওয়াল ব্যুরো: 'কাজ করতে দিচ্ছে না', এমন অভিযোগ জানিয়ে শনিবার আত্মহত্যার চেষ্টা করেন কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস। বাঙুর হাসপাতালে ভর্তি হিলেন তিনি। তনুশ্রীর ইন্ডাস্ট্রিতে আসা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর হাত ধরেই। গতকালই এ ব্যাপারে লিখেছিলেন অভিনেত্রী। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে বলে জানালেন তিনি।
এদিন তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুদীপ্তা লেখেন, 'অনেকেই জানতে চাইছেন, তাই জানাচ্ছি.. তনু (তনুশ্রী দাস) কে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু গত তিন/চার মাসের যে ঘটনাবলী এবং গতকালকের যে ঘটনা, তাতে ও যে পরিমাণ মানসিক আঘাত পেয়েছে, তার থেকে বেরোতে ওর খানিকটা সময় লাগবে, আমার ধারণা। হাসপাতাল থেকেও সেই মানসিক আঘাতের (trauma) জন্য নিয়মিত কাউন্সেলিং এর পরামর্শ দেওয়া হয়েছে।'
তিনি আরও লেখেন, 'গতকাল রাত দুটো থেকে চেষ্টা করার পর শেষমেশ আজ বিকেল সাড়ে চারটে নাগাদ ওর পরিবার FIR এর কপি হাতে পেয়েছে। আশা করি এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং যে বা যারা ওকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিলো, আইনানুগ তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা হবে।'
অনেকেই তনুশ্রীকে আর্থিক সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছেন। সেই প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, 'আমি যতদূর ওকে চিনি, ও হাত পেতে টাকার সাহায্য নেবার মেয়ে নয়। তবুও, ও আরেকটু সুস্থ হলে আমি চেষ্টা করবো এই বিষয়ে ওর সঙ্গে কথা বলার।'
সুদীপ্তা এখন শুধু চান তনুশ্রী দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন। তাঁর বিশ্বাস কাজ করে রোজগার করেই সমস্ত ধার দেনা শোধ করবেন তনুশ্রী।
প্রসঙ্গত, শনিবার একটি অডিও বার্তা ভাইরাল হয়েছিল। যেখানে ওই শিল্পীকে বলতে শোনা যায়, 'আমি অন্যায় করছিলাম তাই আমাকে ৩ মাস সাসপেন্ড করেছিল। আমি মেনে নিয়েছি। কিন্তু এই ৩ মাসে আমার অনেক দেনা হয়ে গেছে। আমার বর অসুস্থ। মেয়ের পড়াশোনা আছে। পরে আমি বাইরে কাজ ধরেছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেয়নি। সেক্রেটারি আমাকে দুটো কাজ করতে দেয়নি... আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। কাল কাজ শুরু ছিল এক জায়গায়, কিন্তু ফোন করে জানানো হয়েছে, আমি কাজ করতে পারব না। গিল্ড থেকে যা দেওয়া হবে তাই করতে পারব। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।'