শেষ আপডেট: 2nd January 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট করে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। যেখানে গোটা দুনিয়া নতুন বছরের উৎসবে মেতে রয়েছে, সেখানে সুদীপার গলায় শোনা যায় চাপা রাগ, হতাশা এবং আক্ষেপ। পোস্ট করার সঙ্গে সঙ্গে তা মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে এবং নেটিজেনদের মনে নানা প্রশ্ন উঠতে থাকে। অনেকেই কমেন্টে লিখেছেন, 'সব কিছু ঠিক আছে তো?' তারপরেই দ্য ওয়ালের তরফ থেকে যোগাযোগ করা হল সুদীপার সঙ্গে।
তিনি বলেন, 'আমি তো আসলে রাখঢাক করে কথা বলতে পারি না, তার খেসারতও দিতে হয় প্রতি মুহূর্তে। ওই কারণেই এক পাকিস্তানি অভিনেতার কোটটা দেখে ওটা শেয়ার করেছি। যাদের বন্ধু ভেবেছি তারাই হয়তো খারাপ ব্যবহার করেছে। আজ ওই লেখাগুলো পড়ে মনে হল এ তো আমার নিজের কথা। অনেকেই আমাকে বলেছে, সব সময় যা মনে আসে তা বলা উচিৎ নয়। আমি চেষ্টাও করেছি জানেন, কিন্তু পারিনি। যা মনে আসে তাই বলে ফেলি।'
View this post on Instagram
সকাল সকাল ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে সুদীপা লেখেন, 'আমি নিজের জন্য লজ্জিত হই, যখন দেখি জীবন যেন একটা কসটিউম পার্টি, আর সেখানে আমি কোনও মুখোশ ছাড়াই, নিজের আসল মুখ নিয়েই প্রবেশ করেছি।' সুদীপা আরও লিখেছেন, 'আসুন, এই নতুন বছরে আমরা সবাই একসঙ্গে আরও ভাল মানুষ হওয়ার চেষ্টা করি। ঈশ্বর আশীর্বাদ করুন।'
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন সুদীপা। কখনও তাঁর বিক্রি করা শাড়ির দাম নিয়ে, কখনও তাঁর বয়সে বড় অগ্নিদেবকে বিয়ে করার জন্য, আবার কখনও বাংলাদেশি একটি টিভি চ্যানেলে গোরুর মাংস রান্না করায়। সোশ্যাল মিডিয়ায় সুদীপা একপ্রকার ট্রোলের পছন্দের টপিক হয়ে উঠেছেন। কিন্তু কখনই কোনও কিছুকে তোয়াক্কা করেন না অভিনেত্রী।
একেবারেই যে চুপ থাকেন, তা নয়। একাধিকবার নিজের সাফাইও দিয়েছেন, তবে তাতে খুব একটা কাজ হয়নি। তাঁর ছেলে আদিদেবও ট্রোলারদের হাত থেকে রক্ষা পায়নি। সম্ভবত এসব নেতিবাচকতার প্রভাবে থেকেই তিনি এই পোস্ট করেছেন। প্রায় ১৩ বছর রান্নাঘরের সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন। বর্তমানে ইউটিউবে রান্নার চ্যানেল চালাচ্ছেন এবং পাশাপাশি রেস্তোরাঁ, শাড়ি ও গয়নার ব্যবসাও রয়েছে। সংসার, স্বামী, সন্তান সবকিছুই নিজে হাতে বেশ সুন্দর সামলাচ্ছেন তিনি।