শেষ আপডেট: 9th April 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো: সুদীপা যেন এই সময়ের বেণুদি, সুপ্রিয়া দেবী। 'রান্নাঘর' শো দিয়ে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) সবসময় ছিলেন শিরোনামে। তবে এখন রান্নাঘর শো থেকে বেরিয়ে এসছেন সঞ্চালিকা অভিনেত্রী। বর্তমানে সংসার, সন্তান আর নিজের শাড়ির বুটিক নিয়েই ব্যস্ত সুদীপা। নিজের ছেলে আদিদেবের পড়াশোনা নিয়েও ভীষণ সচেতন তিনি।
বেহালার নামী স্কুলে পড়ে ছোট্ট আদিদেব। সেই স্কুলে পড়াতে বছরে কত টাকা খরচ হয় সুদীপা-অগ্নিদেবের?
আদিদেব পড়ে বেহালার সেন্ট জেমসে। দীর্ঘ ১৫০ বছরের পুরনো এই স্কুলটি কলকাতার প্রাচীনতম স্কুলগুলির মধ্যে অন্যতম। নার্সারি থেকে একেবারে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়া যায় এই স্কুলে। এই স্কুলে ভর্তি হতেই খরচ পড়ে প্রায় ২ লক্ষ টাকা। নার্সারিতে পড়ার খরচ মাসে প্রায় ৬০০০ টাকা। এটাই পরবর্তী ক্লাসগুলিতে বেড়ে হয় মাসে প্রায় ১০,০০০ টাকা। এই মুহূর্তে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে আদিদেব। সম্প্রতি ছেলের স্কুলে গিয়ে একটি ছবিও শেয়ার করেছিলেন সুদীপা।
সুদীপার বর হলেন পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়। এক সময় তারকাখচিত প্রচুর সিরিয়াল করেছেন অগ্নিদেব। বড় পর্দায় 'চারুলতা ২০১১','তিন কন্যা'র মতো ছবিও করেছেন তিনি। অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের পর সুদীপার সঙ্গে দ্বিতীয় বিয়েতে জন্ম হয় আদিদেবের। আদির মিষ্টি মুখ সহজেই আদর কেড়ে নিতে পারে যে কারও।
দিন কয়েক আগে, আদিদেবের প্রিয় শিক্ষকের সঙ্গে দুটি ছবি শেয়ার করে সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ক্লাস ওয়ান থেকে টু তে উঠেছে ছেলে। প্রিয় শিক্ষকের ক্লাস আর করতে পারবে না বলে আদিদেবের নাকি খুব মন খারাপ। সেই সঙ্গে আদিদেবের শিক্ষকের জন্যও শুভ কামনা জানিয়েছেন সুদীপা।