শেষ আপডেট: 28th September 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো: ছেলের জন্মদিনে মেয়ে ইয়ালিনির ছবি প্রকাশ্যে এনেছিলেন রাজ-শুভশ্রী। প্রথমবার দাদা ইউভানের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। ইয়ালিনির মিষ্টি ছবি দেখে আদর দিয়েছিল নেট দুনিয়া। এবার ফের দাদার সঙ্গে দেখা গেল রাজ-শুভশ্রীর ছোট্ট এই সন্তানকে। ইউভান বড় দাদার মতো আগলে রাখল বোনকে।
'এক হাজারো মে মেরি বেহনা হ্যায়... ।' ইউভান-ইয়ালিনির ছবি দেখলে এই গান মনে পড়ে যেতেই পারে যে কারও। ছবিতে ইউভানের কোলে ইয়ালিনি। তার পরনে নীল জিন্সের ফুল প্যান্ট ও গায়ে কালো স্ট্রাইপ টিশার্ট। পায়ে সাদা মোজা ও মাথায় সুন্দর দুটো ঝুটি। তাতে আটকানো ছোটো ছোটো ক্লিপ।
ছবিটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফ্যান ক্লাব ও টলিউড অনলাইনের তরফে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখেই বোঝা যাচ্ছে ইউভানের জন্মদিনের পার্টির ছবি সেটি। ক্যাপশনে কোট করা হয়েছে বিখ্যাত গান 'বড় আদরের ছোটো বোন..।'
ছবি শেয়ার হওয়ায় সঙ্গে সঙ্গেই কমেন্টের বন্যা বয়ে যায় নীচে। বহু মানুষ ছবি দেখে আদরে ভরিয়ে দেন।
প্রসঙ্গত, ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রথম সন্তান আসার খবর জানান রাজ-শুভশ্রী। ওই বছরই কোল আলো করে আসে ইউভান। এরপর জানা যায়, দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী। গত বছর নভেম্বরে শুভশ্রী জন্ম দেন ইয়ালিনির। সব মিলিয়ে সুখে সংসার করছেন টলিউডের এই পাওয়ার কাপল।