শেষ আপডেট: 31st January 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসের এক চরিত্র। আর এই চরিত্র নিয়েই এখন চতুর্দিক তোলপাড়। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বিনোদিনী, একটি নটির আখ্যান'।নামভূমিকায় রুক্মিণী মৈত্র। ওদিকে দু'দিন আগে সৃজিত মুখোপাধ্যায়ও ঘোষণা করেছেন তাঁর ছবিতে বিনোদিনী হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ঘটনাচক্রে দুই বিনোদিনীর সঙ্গেই সংযোগ রয়েছে টলিউড সুপারস্টার দেবের। রুক্মিণীর ছবিটি প্রযোজক তিনি। নায়িকা তাঁর প্রেমিকাও। ওদিকে শুভশ্রী আবার দেবের প্রাক্তন, এ কথা সকলেই জানেন। রুক্মিণীর বিনোদিনী যখন সিনেমা হলে ঠিক তখনই সৃজিতের এ হেন ঘোষণা! প্রশ্ন করা হয়েছিল দেবকে। জানতে চাওয়া হয়েছিল শুভশ্রীকে বিনোদিনী রূপে কেমন লাগবে তাঁর? সংবাদমাধ্যমের এই প্রশ্নের মুখোমুখি হয়েই অভিনেতা-সাংসদ খানিক বিরক্ত। দেবের জবাব, “আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে। অন্যটা আমি জানিনা।”
প্রসঙ্গত, সৃজিতের ছবিটির নাম 'লহ গৌরাঙ্গের নাম রে'। ছবিটির প্রযোজক রানা সরকার। এ নিয়ে আগে দ্য ওয়ালের কাছে মুখ খুলেছিলেন প্রযোজক রানা। তিনি বলেন, "বেশ কিছু কথা বলতে চাই। আমাদের ছবিটা কিন্তু বিনোদিনীকে নিয়ে শুধু নয়। ছবির একটা অংশ বিনোদিনীকে কেন্দ্র করে। আর সেখানেই অভিনয় করবেন শুভশ্রী। যারা ভাবছেন রামকমলের বিনোদিনী (পরিচালক) মুক্তির পরেই এরকম একটা ঘোষণা প্ল্যানমাফিক করা হয়েছে, তাঁদেরকে বলতেই চাই। বছর তিনেক আগে যখন জানা যায়, রাম বিনোদিনীকে নিয়ে ছবি বানাচ্ছেন, তখন আমরাই কিন্তু আমাদের ছবি বানানো স্থগিত রাখি। যাতে একইসঙ্গে দুই বিনোদিনীকে নিয়ে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি না হয়।"
মার্কশিটে বেশি নম্বর পেয়ে এগিয়ে থাকবেন কোন বিনোদিনী, সে উত্তর লুকিয়ে সময়ের হাতে! সব ঠিক থাকলে আগামী জুন মাসেই শুরু হবে সৃজিতের ছবির শুটিং।