শেষ আপডেট: 26th January 2025 18:46
সদ্য মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বিনোদিনী, একটি নটীর আখ্যান'র। বিনোদিনী দাসীর জীবন নিয়ে তৈরি এই ছবি নিয়ে যখন সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র, ঠিক তখনই শনিবারের সন্ধেতেই সৃজিত মুখোপাধ্যায়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছুড়েছেন ছক্কা। জানিয়েছেন, তাঁর আগামী ছবি, রানা সরকার প্রযোজিত, 'লহ গৌরাঙ্গের নাম রে'তেও থাকছে বিনোদিনী প্রসঙ্গ। আর সেই বিনোদিনী কে জানেন? শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কথাবার্তা হয়েছে একপ্রস্থ। শুটিং শুরু সামনেই।
সারা বাংলা যখন রুক্মিণী 'বিনোদিনী'কে নিয়ে চর্চায় বুঁদ, ঠিক তখনই এমন এক ঘোষণা কি আদপে ঠাণ্ডা লড়াইয়ের সূত্রপাত? নাকি 'মউকে পে চউকা'র এক অব্যর্থ টিপ! উত্তর খুঁজতেই দ্য ওয়াল যোগাযোগ করে ছবিটির প্রযোজক রানা সরকারের সঙ্গে।
প্রতিযোগিতা তত্ত্ব খারিজ করে রানার উত্তর, 'বেশ কিছু কথা বলতে চাই। আমাদের ছবিটা কিন্তু বিনোদিনীকে নিয়ে শুধু নয়। ছবির একটা অংশ বিনোদিনীকে কেন্দ্র করে। আর সেখানেই অভিনয় করবেন শুভশ্রী। যারা ভাবছেন রামকমলের বিনোদিনী (পরিচালক) মুক্তির পরেই এরকম একটা ঘোষণা প্ল্যানমাফিক করা হয়েছে, তাঁদেরকে বলতেই চাই। বছর তিনেক আগে যখন জানা যায়, রাম বিনোদিনীকে নিয়ে ছবি বানাচ্ছেন, তখন আমরাই কিন্তু আমাদের ছবি বানানো স্থগিত রাখি। যাতে একইসঙ্গে দুই বিনোদিনীকে নিয়ে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি না হয়। রাম ছবিটা বানিয়েছেন, তা মুক্তি পেয়েছে। এর পরেই গতকাল মঞ্চে সৃজিত ঘোষণা করেছেন শুভশ্রীর প্রসঙ্গ।"
রানা যোগ করেন, "শনিবার যে ঘোষণা করা হবে তাও ঠিক ছিল না। ওই অ্যাওয়ার্ড শো'য়ে আচমকাই এক মুহূর্ত সৃষ্টি হয় যেখানে সৃজিত মাঝখানে, একদিকে শুভশ্রী, অন্যদিকে কৌশানী (মুখোপাধ্যায়)। ঘটনাচক্রে এই দুইজনই প্রথম বার সৃজিতের নায়িকা হতে চলেছেন। সেই প্রসঙ্গেই ওই ঘোষণা করা হয়।"
উল্লেখ্য, অতীতে এই ছবিতে অভিনয়ের কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। তবে আপাতত এই ছবিতে নেই তিনি। পুরো কাস্টই ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে টিম 'লহ গৌরাঙ্গের...'। তবে মার্কশিটে বেশি নম্বর পেয়ে এগিয়ে থাকবেন কোন বিনোদিনী, সে উত্তর লুকিয়ে সময়ের হাতে! সব ঠিক থাকলে আগামী জুন মাসেই শুরু হবে ছবির শুটিং।