শেষ আপডেট: 18th March 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই বাইপাসের ধারের সাত স্টার হোটেলে ব্যস্ততা চরমে। এক বিখ্যাত অ্যাওয়ার্ড শো'র মহড়া চলছে যে। বাংলার হট-হিট নায়িকারা নো-মেক আপ লুক আর স্প্যাগেটি টপ, জলের বোতল নিয়ে দামী গাড়ি করে ঢুকছেন ক্রমাগত। মুম্বই থেকেও উড়ে এসেছেন কেউ কেউ। লাইভ পারফরম্যান্স, তাই দুঁদে হলেও চাপ একটা থেকেই যায়।
হাজির ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তাঁর লাইভ পারফরম্যান্স রয়েছে। একা নন দুই সন্তান ইয়ালিনি ও ইউভানকে নিয়ে হাজির রাজ চক্রবর্তীও। শুভশ্রী মঞ্চে, নিচে মেয়ে কোলে করে দাঁড়িয়ে রাজ। শুরু হল মিউজিক। হলুদ টপ পরে শুভশ্রী মেতে উঠলেন ছন্দের তালে। কিন্তু গান! এ কী? এ যে চলছে 'দুষ্টু কোকিল'।
'তুফান' ছবিতে মিমি চক্রবর্তী এই গানে নেচেই দুই বাংলায় ঝড় তুলেছিলেন এই তো গত বছর! সেই নাচের তালেই এবার পারফরম্যান্স দেবেন শুভশ্রী! দর্শকাসনে রাজ! ভিডিয়ো সামনে আসতেই নেটিজেনরা পুরনো কথা টানতে ভুলে যাননি। তবে একই সঙ্গে শুভশ্রী পরিচয় দিয়েছেন 'প্রফেশনালিজম'-এর! এখানেই শেষ নয়, সেরা ট্রেন্ডসেটারের তকমা ছিনিয়ে নিয়েছেন মিমি। তাঁকে ওই পুরস্কার তুলে দিয়েছেন শুভশ্রী। মিমি পুরস্কৃত হওয়ার পর তাঁকে জড়িয়ে ধরতেও ভোলেননি শুভশ্রী।
বলিউডে এ ধরনের উদাহরণ ভুরি ভুরি। প্রাক্তন যোগ থাকলে আলিয়া-রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা একসঙ্গে পার্টি করেন। শাহিদ কাপুর-করিনা কাপুরের সঙ্গে মেতে ওঠেন খোসগল্পে। কিন্তু টলিউড বড্ড অভিমানী। এখানে দুঃখ ভুলতে লেগে যায় বহু বছর। আর এখানেই ব্যতিক্রমী পরিচয় দিয়েছেন শুভশ্রী। এক্স-হ্যাংহোভার বা অন্য নায়িকার গানে না নাচার ইগো ধরে বসে না থেকে তাঁর এই কাজ বেশ ভাল লেগেছে নেটিজেনদের একটা বড় অংশের। বিগ-ডে এসেই গিয়েছে। শহরের সন্ধেতে সাত তারায় শুভশ্রী 'কোকিল' কতটা দুষ্টু হয়ে ওঠে এখন সেটাই দেখার।