শুভশ্রী বনাম রুক্মিণী?
শেষ আপডেট: 16th March 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: আসছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। এ ছবিতে চমকে দেওয়া কাস্টিং। ২০১৯ সালে ভেবে রাখা এই ছবির কাস্টিংয়ে ২০২৫-এ হয়েছে আমূল পরিবর্তন। কেউ বাদ গিয়েছেন, কেউ যুক্ত হয়েছেন। তবে সবচেয়ে বেশি যে কাস্টিং নিয়ে আলোচনা চলছে তা হল ছবিতে 'বিনোদিনী'র চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাস খানেক আগেই 'বিনোদিন'কে নিয়ে যে ছবি টলিউডে মুক্তি পেয়েছিল সেই ছবিতে নামভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। ওই একই চরিত্রে শুভশ্রীর অভিনয় কি পরিচালকের তুরুপের তাস? বিতর্ক উঠতেই এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন শুভশ্রী। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও।
শুভশ্রী জানালেন, তিনিই যে সৃজিতের বিনোদিনী তা ঠিক হয়ে গিয়েছিল ২০১৯ সালেই। সে সময় সংবাদমাধ্যমের কাছে এই খবর না পৌছলেও শুভশ্রী জানতেন সৃজিত যে ছবিটি বানাতে চলেছেন সেখানে তাঁকেই ওই চরিত্রে ভাবছেন। এরপর নানাবিধ কারণে ছবিটি তৈরি হয়নি। মাঝে শুভশ্রী মা হন। বিনোদিনীর চরিত্রে আসেন প্রিয়াঙ্কা সরকার। তাঁর লুক সেটও হয়ে যায়, সেই ছবিও সামনে আসে। যদিও প্রিয়াঙ্কা এই ছবিটি আর করছেন না। ফের প্রযোজক ও পরিচালকের তরফে যখন শুভশ্রীকে এই চরিত্রের জন্য বলা হয়, তিনি আর না করেননি।
তাঁর কথায়, "সৃজিত কিন্তু এ ক্ষেত্রে কাউকে দেখে প্রভাবিত হননি। ওকে দেখে কেউ ইনস্পায়ারড হতে পারে। তাতে আমার মনে হয় না সৃজিতের কোনও অসুবিধে থাকতে পারে বলে। দুই বিনোদিনীর তুলনা এখনই বন্ধ হোক। আমার প্রতিটি শিল্পীর প্রতি সম্মান আছে।"
রুক্মিণী প্রসঙ্গ আসতেই একেবারেই সাবধানী নন শুভশ্রী। তাঁর কথায়, "ও আমার থেকে খুব জুনিয়র। মাত্র কয়েকটা ছবি করেছে ও। ও প্রচন্ড মন দিয়ে কাজটা করেছে। তাই এই বিতর্কের অবসান এখানেই হোক। আর সৃজিতের এই ছবিটা কিন্তু শুধুমাত্র বিনোদিনীকে নিয়ে নয়।" শুভশ্রীর কথাতে সহমত জানালেন পরিচালক সৃজিতও। বললেন, "বিনোদিনীকে নিয়ে যে ছবিটি তৈরি হয়েছে তা কিন্তু বিনোদিনী দাসীর বায়োপিক। এ ক্ষেত্রে এটি কিন্তু বায়োপিক নয়। আমার ছবি শ্রী চৈতন্য মহাপ্রভুর বায়োপিক।"
ছবির বাকি কাস্টিংও চমকে দেওয়া। মহাপ্রভুর ভূমিকায় পরিচালক বেছে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। অন্যদিকে গিরীশ ঘোষ হচ্ছেন ব্রাত্য বসু। ছবিতে দেখা যায় ঈশা সাহা, দর্শনা বণিক সহ একগুচ্ছ অভিনেতাকেও।