শেষ আপডেট: 8th December 2024 00:51
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ সুভাষ ঘাই। ভর্তি মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে। হঠাৎই কথা বলতে গিয়ে সমস্যা হচ্ছিল এই বর্ষীয়ান পরিচালকের। কিছু মনেও রাখতেও পারছিলেন না। একদিন বিষয়টি পর্যবেক্ষণ করার পর তাঁকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে রয়েছেন বলে জানা গিয়েছে।
হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ৭৯ বছর বয়সী পরিচালকের একাধিক শারীরিক পরীক্ষা ইতিমধ্যেই চিকিৎসকরা করেছেন। হয়েছে ব্রেনের সিটি এঞ্জিওগ্রাম, চেস্ট ও অ্যাবডোমেনের নানান পরীক্ষা। তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা করা হবে।
আইসিউতে চিকিৎসা চলছে পরিচালকের। সোমবার অর্থাৎ ৯ ডিসেম্বর, তাঁর পিইটি-সিটি স্ক্যাম নামের একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপরই নির্দিষ্টভাবে বলা যাবে, সুভাষ ঘাইয়ের ঠিক কী হয়েছে।