শেষ আপডেট: 29th February 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: স্টারজলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'বঁধুয়া'। পেখম চুপচাপ শান্ত একটা মেয়ে। মনের ভেতর অনেক কথা চেপে রাখে। চাইলেও কাউকে সবটা খুলে বলতে পারে না। কিন্তু ওর স্বামী আবিরকে কি বলতে পারে? এই নিয়েই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'বঁধুয়া'।
পেখম একজন শিক্ষিত স্বাধীনচেতা মেয়ে। কিন্তু ওঁর মনের গভীরে লুকিয়ে থাকা ক্ষতকে নিয়েই মনঃকষ্টে ভোগে। তাই সে সবার থেকে দূরে একাই থাকতে পছন্দ করে। কাছের মানুষ বলতে পরিবারকেই বোঝে। কিন্তু কী সেই ক্ষত?
অন্যদিকে আবির একেবারে আলাদা। প্রাণচঞ্চল, প্রেমিক মানুষ। সে পেখমকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। একান্নবর্তী পরিবারের প্রাণ যেন আবির। সবসময় সবাইকে মাতিয়ে রাখে। আর পেখমকে বিয়ে করা আবিরের একমাত্র স্বপ্ন।
সেই স্বপ্ন পূরণ হয়। সাতপাকে বাধা পড়ে আবির ও পেখম। কিন্তু বিয়ের পর বুঝতে পারে পেখম সবার মতো নয়। আবির হাজার চেষ্টা করলেও ওর কাছে যেতে পারে না। পেখমই আবিরকে আসতে দেয় না। কিন্তু কেন? আবির কি ওর ভালবাসা দিয়ে পেখমের মনের পাথর গলাতে পারবে? পেখম কি ওর মনের কথা আবিরকে কোনোদিন বলতে পারবে? আবির কি ওর বন্ধু হয়ে উঠতে পারবে?
পেখমের মনের অনেক অজানা রহস্য নিয়েই স্টার জলসার নতুন ধারাবাহিক 'বঁধুয়া'। টেন্ট সিনেমা অর্থাৎ সুশান্ত দাসের প্রযোজনায় শুরু হতে চলেছে সিরিয়াল। আবিরের চরিত্রে অভিনয় করছেন রেজওয়ান রব্বানি শেখ ও পেখমের চরিত্রে নবাগত জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও একবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে অন্যধরনের একটি গল্প। যা দর্শকদের মনে জায়গা করে নেবে।
৪ মার্চ সোম থেকে রবি রাত ৭.৩০টায় দেখুন 'বঁধুয়া', শুধুমাত্র স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে।