শেষ আপডেট: 11th April 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের ২ তারিখে এটা চেনা দৃশ্য। মন্নতের বাইরে রাত থেকেই ভিড় জমতে শুরু করে, একবারের জন্য বাদশার ঝরোখা দর্শনের আশায়। কিন্তু, আজ ইদের দিনেও মুম্বইয়ের প্রসিদ্ধতম তারকাপীঠে ভক্তদের ঢল নেমেছে। বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডের বিখ্যাত হেরিটেজ বাড়ির সামনে কাতারে কাতারে লোক জমায়েত হয়েছিলেন। দিনের শেষে অবশ্য তাঁদের হতাশ করেননি বলিউড বাদশা। এসেছেন মন্নতের বাইরে, হাসিমুখে হাত নেড়েছেন, বিলিয়েছেন ভালবাসা। খুশির ইদে ভক্তরা শাহরুখ খানের হাত নাড়া দেখেই বাড়ি ফিরেছেন।
Eid Mubarak everyone… and thank you for making my day so special. May Allah bless us all with love, happiness and prosperity. pic.twitter.com/qy649HJqNw
— Shah Rukh Khan (@iamsrk) April 11, 2024
ভারতীয় সিনেমার ইতিহাসে এ'হেন উন্মাদনার কোনও যুক্তি, কারণ নেই। শাহরুখ খানের কাছে সব যুক্তিই ফিকে। এক্স হ্যান্ডলে পোস্ট করা শাহরুখের হাত নাড়ার সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যতদূর চোখ যায় কার্যত জনসমুদ্র। ভিড় ঠেকাতে হিমশিম দশা মুম্বই পুলিশের। হাতা গোটানো সাদা ফতুয়া আর চোস্তায় মন্নতের লোহার জালের ব্যারিকেডে দাঁড়িয়ে স্বয়ং বাদশা। তিনি হাত নাড়ছেন, সামনে বাঁধভাঙা আবেগ। ভিড় দেখে বোঝার উপায় নেই, এটা মন্নতের সামনে ইদের ভিড় নাকি একুশে জুলাইয়ের ধর্মতলা!
নিচে নেটিজেনদের সরস মন্তব্য, 'এই তো, ইদের চাঁদ দেখতে পাওয়া গিয়েছে!'