পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: 21 December 2024 08:46
দ্য ওয়াল ব্যুরো: সৃজিৎ মুখোপাধ্যায় ছবিটি পোস্ট করেছিলেন মে মাসে। ছবিতে ছিলেন মোট ১২ জন। হ্যাশট্যাগে জুড়ে দেওয়া ছবির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। ছবিটিতে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোেপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী সুহোত্র মুখোপাধ্যায় এবং পরিচালক স্বয়ং। (Ritwick Chakraborty, Parambrata Chatterjee, Ananya Chatterjee, Sauraseni Maitra, Kaushik Ganguly, Kaushik Sen, Anirban Chakrabarti)
যে ছবি অথবা নাটক, যার উপর ভিত্তি করে সৃজিতের নতুন ছবি তার নাম, ‘এক রুকা হুয়া ফ্যাসলা’। আর ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাসু চট্টোপাধ্যায়ের হিন্দি ছবি ‘এক রুকা হুয়া ফ্যাসলা’ যে ইংরেজি ছবির রিমেক তা মুক্তি পেয়েছিল ১৯৫৭ সালে। সিডনি লুমেটের ‘১২ অ্যাঙ্গরি মেন’। আবার এই ছবি যে টেলি নাটকের (১৯৫৪) উপর ভিত্তি করে তৈরি তার নির্দেশক ছিলেন রেজিনাল্ড রোজ!
ছবির গল্প এক কথায়, বলা যেতে পারে, খুনের অভিযোগে অভিযুক্ত এক তরুণের, ভাগ্য নির্ধারণ করবেন ১২ জন জুরি সদস্য। তবে গল্প এক কথায় বলা গেলেও ছবির পরতে যে ট্যুইস্ট এবং টার্ন রয়েছে, তা বোঝানো অসম্ভব। তবে, যা শোনা যাচ্ছে, ছবিটিতে উঠে আসতে পারে সমাজের ভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা।
চলতি বছরে বলিউডের ছবি ‘এক রুকা হুয়া ফ্যাসলা’উপর নির্ভর করে তৈরি হয়েছে নাটক। তবে সেই নাটকে শুধু পুরুষরা অভিনয় করেননি, ছিলেন অভিনেত্রীরাও। সৃজিতের ছবি হয়েছে নতুন সংযোজনও। মোট ১৪ অভিনেতাদের নিয়ে তৈরি হয়েছে সৃজিতের ছবি।
সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে রয়েছে মহিলা চরিত্ররা। অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্র।
২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।
কৌশিক-পরমব্রত, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহত্র মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন কৌশিক কর এবং সামিউল আলম। (Koushik Sen, Kaushik Ganguly, Ritwick Chakraborty, Ananya Chatterjee, Kanchan Mullick, Anirban Chakrabarti, Arjun Chakraborty, Falguni Chatterjee, Sauraseni Maitra, Parambrata Chatterjee, Suhatra Mukherjee, Rahul Arunodoy Banerjee, koushik kar, Samiul alam)