শেষ আপডেট: 15th October 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: ফেলুদা বলে কথা! একটু কাল্টিভেট তো করে দেখতেই হচ্ছে। বাঙালির প্রিয় গোয়েন্দা তিনি। তাই প্রদোষচন্দ্র মিত্র পর্দায় হাজির হলে তা নিয়ে দর্শকদের বাড়তি কৌতূহল থাকেই। তাছাড়া ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এতদিন শোনা যেত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর পরবর্তী ফেলুদার ওয়েব সিরিজ়ের কাজে হাত দিতে প্রস্তুত।
এবার তার ছোট্ট টিজ়ার নিয়ে হাজির হলেন পরিচালক। পোস্টার আগেই সবার সামনে এনেছেন। ‘ভূস্বর্গ’ যতই ‘ভয়ঙ্কর’ হোক না কেন, টোটাকে দেখা যাচ্ছে ফেলুদার মেজাজে। সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়।
২০২৩-এই প্রকাশ্যে আসে সিরিজের ফার্স্টলুক। বরফে ঢাকা পাহাড়ের চূড়া, ডাল লেকে ভাসমান শিকারা আর তার সামনে দাঁড়িয়ে ফেলুদা, তোপসে ও জটায়ু, এমন দৃশ্যই দেখা গিয়েছিল প্রথম পোস্টারে। এবার টিজারেও দেখা মিললি ফেলুদা, তোপসে ও জটায়ুর।
এবার সৃজিতের হাত ধরেই ফের একবার পাহাড়ে ফেলুদা। তবে এবার তাঁর দেখা মিলতে চলেছে ভূস্বর্গে। ফেলুদার নতুন সিজন আসতে চলেছে সেই আভাস আগেই দিয়েছিলেন টোটা রায়চৌধুরী। এবারেও টিজারে ফেলুদার ভূমিকায় দেখে অনুরাগীরা চোখ ফেরাতে পারেননি। যদিও ফেলুদা হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন টোটা।
সৃজিত সাতসকালে যে টিজ়ারটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তাতে ফেলুদাকে বরফে ঢাকা কাশ্মীরে তোপসে ও জটায়ুর সঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে। সৃজিত পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'শীতকালে ফের গল্প হবে, রহস্যতে ভর করে, ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে...'
ছোটবেলা থেকেই সত্যজিৎ রায়ের ফেলুদার ভক্ত সৃজিত মুখোপাধ্যায়। একথা তিনি নিজেই শেয়ার করেছেন বহু সাক্ষাৎকারে। ২০২০ সালে প্রথম ‘ফেলুদা ফেরত’ তৈরি করেন তিনি। দর্শকদের প্রশংসা পায় ‘ছিন্নমস্তার অভিশাপ’। তার পর হইচই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘দার্জিলিং জমজমাট’। এবার পালা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর।