শেষ আপডেট: 1st February 2025 23:34
দ্য ওয়াল ব্যুরো: সৃজিত মুখোপাধ্যায় মানেই নতুন চমক! তাঁর সিনেমা নিয়ে সবসময়ই উত্তেজনা থাকে দর্শকমহলে। এখন তিনি ব্যস্ত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির সাফল্য উপভোগ করছেন, আর এর মধ্যেই ঘোষণা করে ফেলেছেন কয়েকটি নতুন প্রোজেক্ট— 'কিলবিল সোসাইটি', 'উইঙ্কল টুইঙ্কল' এবং 'লহ গৌরাঙ্গ নাম রে'।
কিন্তু এবার আরও বড় খবর দিলেন পরিচালক! তাঁর নতুন ছবিতে গান গাইবেন বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য, যার গানে একসময় নেচেছেন শাহরুখ-সলমনরা!
সৃজিত সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি অভিজিৎ ভট্টাচার্য ও সংগীত পরিচালক রণজয় ভট্টাচার্যের সঙ্গে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'নয়ের দশকে শানু-উদিত-অভিজিৎ ত্রয়ীর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিলেন অভিজিৎ। তাঁর গাওয়া গানগুলো আজও মনে দাগ কেটে আছে। এবার প্রথমবার তাঁর সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে!' তবে ঠিক কোন ছবির জন্য এই গান, তা এখনই জানাননি তিনি।
সম্ভাবনা গানটি থাকবে 'উইঙ্কল টুইঙ্কল' ছবিতে, কারণ আপাতত সেই ছবির কাজেই ব্যস্ত সৃজিত। এই সিনেমাটি তৈরি হচ্ছে ব্রাত্য বসুর জনপ্রিয় নাটকের উপর ভিত্তি করে। মূল নাটকে বাবা-ছেলের ভূমিকায় ছিলেন দেবশঙ্কর হালদার ও রজতাভ দত্ত, এবার সিনেমায় এই চরিত্রে থাকবেন ঋত্বিক চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। দেবশঙ্কর ও রজতাভও থাকছেন বিশেষ চরিত্রে।
সৃজিতের সিনেমায় গান সবসময়ই গুরুত্বপূর্ণ হয়। এবার যদি অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠ যোগ হয়, তাহলে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তো থাকছেই! তবে গানের আসল চমক জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।