শেষ আপডেট: 6th January 2021 13:10
দ্য ওয়াল ব্যুরো: "আমাকে আর আমার মতো থাকতে দিতে পারলাম না", পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন বিয়ের ভিডিওতে। মিথিলা-সৃজিতের চার হাত এক হওয়ার পর থেকেই বহু জায়গায় একসঙ্গে ঘুরতে যাচ্ছেন এই যুগল। লকডাউন খানিকটা শিথিল হতেই পৌঁছে গিয়েছিলেন সুন্দরবনে। প্রথম বিবাহবার্ষিকীর আগে মেয়েকে নিয়ে সেখানেই ঘুরতে গিয়েছিলেন মিথিলা-সৃজিত। এবার নিভৃতে ছুটি কাটাতে পৌঁছে গেলেন সিকিম। শীতে পাহাড়ি গ্রামের দৃশ্য যেমন রোমান্টিক, তেমনই সুন্দর। সিকিমের রংপো একটু অফবিট জায়গা। সচরাচর কেউ যান না। অল্প কয়েকটা হোটেল, রেস্তোরাঁ। হাওয়া বদল করতে তাই পৌঁছে গেলেন এই শান্ত, নিরিবিলি, মনোরম পরিবেশে। হোটেলের ঘর থেকেই ছবি তুলে, তার কোলাজ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৃজিত-মিথিলা দু'জনেই। রংপোর ওয়েসিস ক্যাফেতে বসে ছবি তুলেছেন সৃজিত-মিথিলা-আয়রা। ছবির পিছনে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, পাহাড়ি নদী। ক্যাপশনে সৃজিত লিখেছেন, "ওয়েসিস ক্যাফে। রংপো। আমার ছোট্ট মেয়ের সঙ্গে।" অন্যদিকে মিথিলাও পোস্ট করেছেন ছবি। তাতেই দেখা যাচ্ছে সৃজিত আয়রার সঙ্গে খুনসুটি করছেন। করোনা আবহে বেড়াতে গেলেও তিনজনের মুখেই মাস্ক! মজা করছেন। তবে সাবধানতা অবলম্বন করেই। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে #ফ্যামিলিভ্যাকেশন লিখেছেন মিথিলা। সঙ্গে এও লিখেছেন, "বহুদিন পর এই ব্রেকটা জরুরি ছিল।" বছরের শুরু থেকেই সৃজিতের ঝুলি ভরে যাচ্ছে বাহবায়। ওটিটি প্ল্যাটফর্ম 'হৈচৈ' সম্প্রতি 'দ্বিতীয় পুরুষ'-এর জন্য পুরস্কৃত করেছেন সৃজিতকে। অন্যদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত 'ফেলুদা ফেরত' দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৃজিত-বিরোধীরাও। নতুন বছরে কী কীভাবে চমকে দেবেন সৃজিত, এখন সেটাই দেখার অপেক্ষা।