শেষ আপডেট: 27th June 2024 10:33
দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ তারকাখচিত নতুন ছবি আনছেন সৃজিত মুখোপাধ্যায়। জোরদার চর্চা ও জল্পনা চলছে এই ছবি নিয়ে। ছবির নাম এখনও জানা না গেলেও, ছবিতে ১২ জন তারকা আছেন বলে জেনে ফেলেছেন অনেকেই। আর সেই ১২ জনের মধ্যেই পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে পেয়ে বেজায় খুশি ভক্ত-অনুরাগীর দল। অনেকদিন পরে এই জুটি আবার পর্দায় 'ম্যাজিক' করতে পারে বলেই মনে করছেন তাঁরা।
জানা গেছে, ছবির সম্ভাব্য নাম, 'সত্যি বলে সত্যি কিছু নেই'। সৃজিতেরই ছবির গানের লাইন থেকে নেওয়া এই নাম। তবে এখনও চূড়ান্ত হয়নি। ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে 'এক রুকা হুয়া ফয়সালা' নামের একটি নাটক থেকে। প্রযোজনায় এসভিএফ।
জানা গেছে, ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী ও সুহত্র মুখোপাধ্যায়।
১২ জনের মধ্যে ৬ জনের চরিত্রের লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা দেখে উচ্ছ্বসিত সৃজিত-ভক্তরা। এই চরিত্রগুলির মধ্যে রয়েছেন ঋত্বিক, পর্দায় যাঁর চরিত্রের নাম সুমিত। কপালে তিলক কেটে একেবারে ভোল বদলে গিয়েছে তাঁর। পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম সত্য। লাল পাঞ্জাবি, পাড় দেওয়া ধুতি, গলায় সিল্কের স্কার্ফে একেবারেই অচেনা লাগছে তাঁকে।
এছাড়াও অনন্যা চট্টোপাধ্যায় অভিনয় করবেন রূপার চরিত্রে। অর্জুন চক্রবর্তী অভিনয় করবেন কৌশিকের চরিত্রে। ফাল্গুনী চট্টোপাধ্যায় অভিনয় করবেন হাবুলের ভূমিকায়। কাঞ্চন মল্লিককে দেখা যাবে তাপসের ভূমিকায়।
ছবির শ্যুটিং শেষ হয়ে গেছে বলে জানা গেছে। কবে পর্দায় আসবে, তা নিয়ে এখনও কিছু ঠিক হয়নি। তবে এ কথা স্বীকার করতেই হবে, প্রথম ঝলকেই প্রত্যাশার পারদ বাড়িয়ে দিলেন সৃজিত।