শেষ আপডেট: 30th August 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় আট থেকে আশি। সাধারণ মানুষ তো বটেই, খেলোয়াড়, ইউটিউবার, শিল্পীদের প্রতিবাদ মিছিল দেখেছে শহর। এবার প্রতিবাদে সামিল বাংলা সাহিত্যের অন্যতম দুই চরিত্র- ফেলুদা এবং কাকাবাবু।
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে এমনই ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবি আকারে দু'টি পোস্ট করেছেন সৃজিত। যেখানে দেখা যাচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স-ফেলুদা, জটায়ু এবং তোপসেকে। তার ওপরেই কাল্পনিক কথোপকথন, যেখানে ফেলুদা বলছে- 'হিসেব মিলছে না। মহা মিছিলে যাওয়া দরকার'।
অন্যদিকে আর একটি ছবিতে দেখা যাচ্ছে কাকাবাবু আর সন্তুকে। সেখানেও অন্যরকমের এক সংলাপ। হাতে ক্রাচ ধরা কাকাবাবুকে সন্তু বলছে, 'কাকাবাবু তুমি পারবে তো অতটা পথ হেঁটে যেতে?' যার উত্তরে কাকাবাবু বলছে, 'মহামিছিলে আমাদের সবাইকে হাঁটতে হবে রে সন্তু। দোষীগুলো এখনও মশা মাছির মতো বাইরে ঘুরছে।' এই দুই ছবিতেই পরিচালক উল্লেখ করেছেন মহামিছিলের দিন-ক্ষণ। ১ সেপ্টেম্বর বেলা ৩টেয় এই মিছিল হবে কলেজস্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত।
আগেও আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ১৪ অগস্ট রাতে 'মেয়েরা রাত দখল করো' কর্মসূচিতেও উপস্থিত ছিলেন তিনি।
প্রসঙ্গত, বাংলা সাহিত্যের এই দুই অন্যতম চরিত্রকে পর্দায় এনেছিলেন সৃজিত। সেই কাজ ব্যাপক প্রশংসা কুড়োয় দর্শকের থেকে। এবার তাঁর এই অভিনব প্রচার দেখেও কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।