শেষ আপডেট: 28th March 2023 05:46
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের দুর্গাপুজো বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের কাছে বেশ স্পেশ্যাল হতে চলেছে। দেবের 'বাঘা যতীন', কোয়েলের 'মিতিন মাসি'র পাশাপাশি এবার সৃজিত মুখোপাধ্যায়ের ( Srijit Mukherjee ) দু'টি বিখ্যাত ছবির প্ৰিক্যুয়েলও আসছে সিনেমাহলে। 'বাইশে শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'র ডিসিডিডি পোদ্দার বড়পর্দায় ফিরছেন এই দুর্গাপুজোতেই। তবে আলাদা আলাদা নয়, একসঙ্গেই। অর্থাৎ এবার বাংলা ছবিতেও (bengali cinema) 'কপ ইউনিভার্স' (cop universe) হতে চলেছে, তাও আবার সৃজিতের হাত ধরে।
এমনিতে বিগত সাত-আট বছর ধরে পুজোর সময় প্রেক্ষাগৃহগুলিতে সিনেমার ভিড় আর প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে কোনও তফাৎ থাকে না। তবে এবার যেন সবকিছুকে ছাপিয়ে যেতে চলেছে পুজোর বাংলা ছবিগুলি। একদিকে দেবের পিরিয়ড ড্রামা, অন্যদিকে গোয়েন্দারূপী কোয়েলকে দেখতে অনুরাগীরা উদগ্রীব। তার উপর যদি সৃজিতের দু'টি সেরা ছবির দুই বিখ্যাত চরিত্র বড়পর্দায় ফিরে আসে, তাহলে দর্শকদের উন্মাদনা যে কয়েকগুণ বেড়ে যাবে, তা বলাই বাহুল্য।
ছবির স্টারকাস্ট রীতিমতো চোখ ধাঁধানো। প্রবীর রায়চৌধুরী চরিত্রে প্রসেনজিৎ এবং ডিসিডিডি পোদ্দার চরিত্রে অনির্বাণ, এ কথা জানা সবারই। ২০১৯ সালে এই জুটিকে নিয়েই শেষবার ছবি করেছিলেন সৃজিত। বহুদিন পর আবার তাঁরা একসঙ্গে ফিরছেন। শুধু তাই নয়, ছবির আরও একটি মুখ্য চরিত্রে অভিনয় করার কথা যিশু সেনগুপ্তেরও। গতবছর সৃজিত-যিশুর মন কষাকষির কথা টলিউডে কারও অজানা ছিল না। সূত্রের খবর, সেসব ঠান্ডা যুদ্ধ দূরে সরিয়ে ২০১৮ সালের পর আবার হাত মেলাচ্ছেন এই জুটি।
চমক রয়েছে নায়িকা নির্বাচনেও। শোনা যাচ্ছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় হতে পারেন যে ছবির নায়িকা। বছর খানেক ধরেই শুভশ্রীর ছবি নির্বাচন এবং অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। তার উপর 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর সৌজন্যে এবছর শুভশ্রীর কেরিয়ার গ্রাফ আকাশছোঁয়া। এবার সৃজিতের ছবিতেও তাঁর অভিনয় নতুন চমক হতে চলেছে বাংলা ছবিতে। এ তো গেল অভিনয়ের কথা। ছবির সঙ্গীতেও কামব্যাক করছেন পুরনো হিট জুটি, অর্থাৎ সৃজিত-অনুপম। 'বাইশে শ্রাবণ' আর 'ভিঞ্চি দা' ছবিতে অনুপমের সুরে যে ক'টি গান ছিল, প্রত্যেকটি সুপারহিট। এখন দেখার, নতুন ছবির গানে কেমন ম্যাজিক হয়!
দেব-শুভশ্রীর প্রেম পুজোর দালানে, সঙ্গে কেকেআর দলও নাচল ধুতি পরে! ম্যাজিক জানতেন প্রদীপ সরকার