Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

সবুজ দিগন্তের মাঝে কাঁটাতারের বেড়া, 'মানবজমিন'-এর প্রথম পোস্টারে কী বোঝালেন শ্রীজাত!

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা মেনেই শুক্রবার রাতে প্রকাশ্যে এল কবি শ্রীজাতর (Srijato) প্রথম পরিচালিত বাংলা ছবি ‘মানবজমিন’-এর (Manab Jamin) পোস্টার। আর নিজের বানানো ছবির প্রথম ঝলকেই শ্রীজাত বুঝিয়ে দিলেন, তাঁর কবিতার মতোই সবুজ এবং সতেজ হতে

সবুজ দিগন্তের মাঝে কাঁটাতারের বেড়া, 'মানবজমিন'-এর প্রথম পোস্টারে কী বোঝালেন শ্রীজাত!

শেষ আপডেট: 6 August 2022 02:41

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা মেনেই শুক্রবার রাতে প্রকাশ্যে এল কবি শ্রীজাতর (Srijato) প্রথম পরিচালিত বাংলা ছবি ‘মানবজমিন’-এর (Manab Jamin) পোস্টার। আর নিজের বানানো ছবির প্রথম ঝলকেই শ্রীজাত বুঝিয়ে দিলেন, তাঁর কবিতার মতোই সবুজ এবং সতেজ হতে চলেছে সিনেমাটিও। এই ছবির গল্প যে মানুষের কথা বলবে, মনুষ্যত্বের কথা বলবে, তা আগেই জানিয়েছিলেন পরিচালক। সেই একই ইঙ্গিত রয়েছে পোস্টারেও।

সেখানে দেখা যাচ্ছে, চোখের সামনে সবুজ প্রান্তর। মাঝখানে কাঁটাতার এবং টিনের বেড়ার দরজা। খোলা আকাশের নীচে এবং সবুজ মাঠের মাঝে হলুদ পাঞ্জাবি পরে দু'হাত মেলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাঁর পাশে লাল শাড়ি পরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সরকার।

‘মানবজমিন’ ছবির গল্প আবর্তিত হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে কেন্দ্র করে। সেই সংস্থাটি চালান কুহু ওরফে প্রিয়াঙ্কা সরকার। তাঁর প্রেমিক সঙ্কেতের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রত্যেকটি চরিত্র কীভাবে এই সংস্থার সঙ্গে জড়িয়ে পড়বে, সেটাই দেখা যাবে এই ছবিতে।

গতবছরের শেষেই ঘোষণা হয়েছিল 'মানবজমিন' তৈরির কথা। জানা গেছে, বেশ কয়েকবছর ধরেই সিনেমা তৈরি করার ইচ্ছে মনের মধ্যে পুষে রেখেছিলেন শ্রীজাত। কিন্তু কোনও প্রযোজক পাচ্ছিলেন না। শেষে শ্রীজাতর ওপর ভরসা রেখে এগিয়ে আসেন রানা সরকার। তাঁর প্রযোজনাতেই তৈরি হয় 'মানবজমিন'।

আমিরের ‘লাল সিং চাড্ডা’ নিয়ে অগ্নিশর্মা রোহিত শর্মার ভক্তরা! বলিউডে যেন বয়কটের বান ডেকেছে


ভিডিও স্টোরি