
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা মেনেই শুক্রবার রাতে প্রকাশ্যে এল কবি শ্রীজাতর (Srijato) প্রথম পরিচালিত বাংলা ছবি ‘মানবজমিন’-এর (Manab Jamin) পোস্টার। আর নিজের বানানো ছবির প্রথম ঝলকেই শ্রীজাত বুঝিয়ে দিলেন, তাঁর কবিতার মতোই সবুজ এবং সতেজ হতে চলেছে সিনেমাটিও। এই ছবির গল্প যে মানুষের কথা বলবে, মনুষ্যত্বের কথা বলবে, তা আগেই জানিয়েছিলেন পরিচালক। সেই একই ইঙ্গিত রয়েছে পোস্টারেও।
সেখানে দেখা যাচ্ছে, চোখের সামনে সবুজ প্রান্তর। মাঝখানে কাঁটাতার এবং টিনের বেড়ার দরজা। খোলা আকাশের নীচে এবং সবুজ মাঠের মাঝে হলুদ পাঞ্জাবি পরে দু’হাত মেলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাঁর পাশে লাল শাড়ি পরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সরকার।
‘মানবজমিন’ ছবির গল্প আবর্তিত হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে কেন্দ্র করে। সেই সংস্থাটি চালান কুহু ওরফে প্রিয়াঙ্কা সরকার। তাঁর প্রেমিক সঙ্কেতের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রত্যেকটি চরিত্র কীভাবে এই সংস্থার সঙ্গে জড়িয়ে পড়বে, সেটাই দেখা যাবে এই ছবিতে।
গতবছরের শেষেই ঘোষণা হয়েছিল ‘মানবজমিন’ তৈরির কথা। জানা গেছে, বেশ কয়েকবছর ধরেই সিনেমা তৈরি করার ইচ্ছে মনের মধ্যে পুষে রেখেছিলেন শ্রীজাত। কিন্তু কোনও প্রযোজক পাচ্ছিলেন না। শেষে শ্রীজাতর ওপর ভরসা রেখে এগিয়ে আসেন রানা সরকার। তাঁর প্রযোজনাতেই তৈরি হয় ‘মানবজমিন’।
আমিরের ‘লাল সিং চাড্ডা’ নিয়ে অগ্নিশর্মা রোহিত শর্মার ভক্তরা! বলিউডে যেন বয়কটের বান ডেকেছে