শেষ আপডেট: 24th September 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: বারিশ। কবিতা আর গানে সাজানো একটা অনুষ্ঠান। যেখানে সংগীতমহলের কেউ কেউ তো বটেই, একসঙ্গে এক মঞ্চে জড়ো হয়েছিলেন বাচিক শিল্পীরাও। গোটা ভাবনা ছিল শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের।
তিন সপ্তাহ আগে এই ‘বারিশ’ নামে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয় শহরে। তখন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় চলছে শহরে। তিন দিন ধরে এই অনুষ্ঠান হওয়ায় কম বিতর্ক হয়নি। এবার তারই জবাব দিলেন শ্রীজাত।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে শ্রীজাত খোলসা করলেন, ‘বারিশ-এর স্বপ্ন যখন দেখতে শুরু করি, তখনও কলকাতার আকাশে মেঘ জমেনি, পথে পথে নামেনি মিছিল। আর পাঁচটা স্বাভাবিক বছরের মতোই এগোচ্ছিল সময়। লেখালেখির পাশাপাশি একেবারে আনকোরা কাজের অভিজ্ঞতা সঞ্চয় করাটাও আমার একরকমের নেশা। তাই নতুন নতুন কাজে জড়িয়ে পড়েছি বারেবারে। কখনও আর-কারও ডাকে সাড়া দিয়ে, কখনও নিজেরই ডাকে। বারিশ ছিল আমার অনেকদিনের ডাক, নিজের প্রতি। সাড়া দিতে একটু দেরি হলো, এই যা।'
এর পরই ব্যাঙ্গ, বিদ্রূপ করা নেটিজেনদের তিনি জানান, 'ইদানীং এমন হয়েছে যে, বাঁকা কথা না-শুনলে ঠিক বুঝতেও পারি না, সোজা পথে আছি কিনা। কলকাতা বারিশ ঘোষিত হবার পর থেকে আজ অবধি তাকে ঘিরে যা যা বেকার ছলনাময় কটূক্তি চোখে পড়েছে, যেসব অপটু কুযুক্তির খেলনা চক্রব্যূহে তাকে ঘিরে ফেলার চেষ্টা হয়েছে, যে-সমস্ত অকর্মণ্য আলস্যময় ট্রোলার্ণবেরা হাতে দেদার সময় পেয়ে খুঁতের অগ্রিম বুকিং চালিয়েছেন, তাতে আমি নিশ্চিত হয়েছি যে, বেশ করছি। এবং, আবার করব।'
তিনি আরও লেখেন, 'বাঙালিদের মধ্যে কিছু মানুষ চিরকালই কাজ করে, বাকিরা জাজ করে। তবে হাতে-কলমে যাচাই না-ক’রে খোঁটা দেবার এই ব্যাপারটাকে আমি দুর্বলের লক্ষণ বলেই মনে করি। তাই জানাই, এ-বছর যেহেতু প্রচুর মানুষ টিকিট না-পেয়ে ফিরে গেছেন, তাই সামনের বছর থেকে কলকাতা বারিশ আরও বড় কোনও প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে, আরও বড় আকারেই।'
পরের বছরে এই অনুষ্ঠানে আগাম আমন্ত্রণ জানিয়ে শ্রীজাত লেখেন, 'সকলের আমন্ত্রণ রইল। আপনারাও আসুন, একবার পকেটের পয়সা খরচ ক’রে দেখেশুনে পরখ ক’রে তারপর গালিগালাজ করে দেখুন, ভাল লাগবে। এইভাবে ফ্রি-তে আর কতদিন?'
তাঁর আশা, ২০২৫-এর বর্ষাও সেজে উঠবে নতুন রঙের মেঘে। সেই তোড়জোড় ইতিমধ্যেই যে শুরু হয়ে গিয়েছে তাও জানান তিনি। লিখলেন 'বৃষ্টি যেন আমাদের সব কালিমা ধুয়ে নিয়ে আবার কোনও এক পরিষ্কার আকাশের নীচে দাঁড় করাতে পারে।'