কপিল শর্মা শোয়ের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের অভিযোগ শ্রীজাতর
শেষ আপডেট: 1 November 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: কপিল শর্মাকে কে না চেনে? টিভি কাঁপিয়ে এখন তিনি এবং তাঁর টিম নেটফ্লিক্স-এর মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাচ্ছেন। দেশ তো বটেই, বিশ্বেও তাঁর ফ্যান বেড়েছে। সেই কপিলের বিরুদ্ধেই এবার বড় অভিযোগ তুললেন শ্রীজাত। কপিল এবং তাঁর শো-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অভিযোগ উঠেছে কপিল শর্মাদের বিরুদ্ধে। এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রীজাত। তিনি লিখেছেন, ''দিনপাঁচেক আগে কপিলের নতুন শোয়ে অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন উপস্থিত থাকেন। সেই পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন (যিনি নিজের নাম Krushna Abhishek লেখেন), এবং সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে।'' এই প্রেক্ষিতেই তাঁদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন শ্রীজাত।
গোটা বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটতে পারেন তিনি, এমনও জানিয়েছেন শ্রীজাত। বলেছেন, ৭ নভেম্বর, ২০২৪-এর মধ্যে এই বিষয়ে কর্তৃপক্ষের থেকে ক্ষমা চাওয়া না হলে তিনি আইনের পথে হাঁটবেন। তবে শুধু ক্ষমা চাওয়া নয়, আরও একটি দাবি রয়েছে শ্রীজাতর। সেটি হল, উল্লিখিত পর্বের ওই অংশটি পুনর্সম্পাদনা করতে হবে। যদিও এই ঘটনায় শুধু কপিল বা কৃষ্ণ অভিষেক দোষী এটা মনে করেন না শ্রীজাত।
তাঁর বক্তব্য, ''একটা ছোটখাটো অনুষ্ঠানেও স্ক্রিপ্ট তৈরি ক’রে দেবার জন্য একাধিক লেখকের দল থাকে, সেই চিত্রনাট্য অনুযায়ী অনুষ্ঠানের চলন সাজানো হয়, সঞ্চালক বা শিল্পীদের কথার বেশ কিছু অংশও সেই সাজানো স্ক্রিপ্টের আওতায় পড়ে। শো-এর চিত্রনাট্য লেখার জন্য নির্দিষ্ট লেখকরা আছেন এবং নিঃসন্দেহে কপিল শর্মারও সে-বিষয়ে বক্তব্য, সংযোজন ও সম্মতি আছে। তাই যদি ধরে নিই, তাহলে বলতে হয়, এঁরা সম্প্রতি জেনে বা না-জেনে একটি অন্যায় করেছেন। ভুল নয়, অন্যায়। আমি স্পষ্ট ভাষায় তার বিরোধিতা করছি।''
এতকিছুর পরও শ্রীজাত এটাও জানিয়েছেন তিনি অভিনেতা ও কৌতুকশিল্পী কপিল শর্মার একজন অনুরাগী। তাঁর কথায়, ''প্রতিভা, পরিশ্রম, অধ্যবসায়, লড়াই, কোনওটারই অভাব তাঁর ছিল না। সেই কারণেই আজ যশ, খ্যাতি, অর্থ বা প্রতিপত্তিরও অভাব নেই। অনুষ্ঠানকে সফল করে তোলায় সেসব আমন্ত্রিত ব্যক্তিদের অবদান যেমন আছে, তেমনই আছে কপিল শর্মা’র সহশিল্পীদের অবদানও, প্রতিটি পর্বে যাঁদের কৌতুক এই অনুষ্ঠানকে আরও রংদার ও জমজমাট করে তোলে। তবে এইবার রংটা একটু বেশি চড়ে গেছে।'' কপিল শর্মা শোয়ের বিরুদ্ধে আইনি লড়াইকে আর কাউকে সঙ্গে না পেলে কী করবেন, তাও জানিয়েছেন শ্রীজাত। রবীন্দ্রনাথকেই স্মরণ করে বলেছেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’!