শেষ আপডেট: 12th November 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দেখা থেকেই রীতিমতো শ্রীদেবীর প্রেমে হাবুডুবু খেতে থাকেন বনি কাপুর। 'লাভ অ্যাট ফার্স্ট সাইট'। শ্রীদেবীর 'ষোলা সাওয়ান' (১৯৭৯) দেখার পরই বনি কাপুর ঠিক করেন তিনি তাঁর প্রোডাকশন হাউসে 'মিস্টার ইন্ডিয়া' সিনেমায় তাঁকে কাস্টিং করবেন। একথা বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন প্রযোজক। কারণ তামিল ছবিতে শ্রীদেবীকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন বনি।
অন্যদিকে, শ্রীদেবীর মা যেহেতু তাঁর মেয়ের অভিনয় কেরিয়ারের যাবতীয় খুঁটিনাটির দেখাশোনা করতেন, তাই বনির প্রথম লক্ষ্য ছিল শ্রীদেবীর মায়ের সঙ্গে দারুণ একটা সম্পর্ক তৈরি করা। তিনি যে শ্রীদেবীর কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে পারছেন না, সেকথা স্বীকার করেছিলেন নিজের তৎকালীন স্ত্রী মোনার কাছেও। সেই সময় মোনা সৌরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন বনি কাপুর। তাঁদের দুই সন্তান অর্জুন কাপুর ও অনুশুলা কাপুর।
সে সময়ে শ্রীদেবীর পিছু পিছু বনি সুইজারল্যান্ড পর্যন্ত চলে গিয়েছিলেন চাঁদনির শ্যুটিং চলাকালীন। শ্রীদেবীও বনি কাপুরের অনুভূতি টের পেয়ে এবং আচরণ দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে শুরু করেছিলেন। তবে তখনও দু'জন দু'জনকে কিছুই বলে উঠতে পারেননি।
ততদিনে প্রযোজক বনি কাপুর এবং অভিনেত্রী শ্রীদেবীর সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন ঘোরফেরা করছে বলিউডে। বলিউড সূত্রের খবর, বনি কাপুরের প্রথম স্ত্রী মোনার ভাল বন্ধু ছিলেন শ্রীদেবী। ফলে বনির বাড়িতে তাঁর ঘনঘন যাতায়াতও ছিল। তবে তখনও তাঁদের মধ্যে তেমন কোনও সম্পর্ক তৈরি হয়নি।
এদিকে আবার বিদেশে বিভিন্ন শো করতে গিয়ে মিঠুন চক্রবর্তীর কাছাকাছি আসেন শ্রীদেবী। বলিউডে তাঁদের নাম জড়াতে থাকে। যদিও মিঠুন তখন যোগিতা বালির স্বামী। ফলে দু'জনের কেউই সেই ব্যাপারে মুখ খুলতে চাইতেন না। মিঠুন-শ্রীদেবী সম্পর্কটাকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। সেই সময় হঠাৎই একদিন একটি পত্রিকায় তাঁদের ম্যারেজ সার্টিফিকেটের ছবি প্রকাশিত হলে শ্রীদেবীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন মিঠুন। তবে এই সম্পর্ক বেশিদিন টেকেনি।
মিঠুনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই শ্রীদেবী তিন মাসের জন্য চেন্নাইয়ে গিয়েছিলেন। তখনই নাকি গড়ে ওঠে প্রযোজক বনি কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক। মিঠুনের সঙ্গে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই বনির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে শ্রীদেবীর।
এসবের মাঝেই ভেঙে যায় বনি এবং মোনার বিয়ে। ১৯৯৩ সালে শ্রীদেবীকে প্রথমবার বিয়ের প্রস্তাব দেন বনি। তারপরে মন্দিরে বিয়ে করেন তাঁরা। বনি-শ্রীদেবীর দাম্পত্য ২১ বছরের। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়রি দুবাইয়ের হোটেলে বাথটবে দুবাইয়ের এক পাঁচতারা হোটেলের বাথটবে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর।
এক সাক্ষাৎকারে,ভালবাসা প্রসঙ্গে শ্রীদেবীকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছিলেন, ‘এখনকার প্রজন্মের কাছে ভালবাসার অনুভূতি কতটা গুরুত্বপূর্ণ, জানি না। তবে আমার জন্য ভালবাসা মানে মানিয়ে নেওয়া। সব সময় একসঙ্গে থাকা। শুধুই ‘আই লাভ ইউ’ বলা বা শারীরিক আকর্ষণ নয়।'