শেষ আপডেট: 10th April 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা হওয়ার পরে অভিনয় থেকে খানিক বিরতি নিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। জীবনের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় এখন অতীত। মেয়ে কৃষভিকে নিয়ে দারুণ ব্যস্ত তাঁর ও স্বামী কাঞ্চন মল্লিকের দিনযাপন। তবে এবার মাতৃত্বের পূর্ণতা নিয়ে আবারও ফিরছেন ছোট পর্দায়—নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ দিয়ে।
বিয়ের পরেও অভিনয় চালিয়ে গিয়েছিলেন শ্রীময়ী। কিন্তু মাতৃত্বকালীন সময়ে নিজেকে একটু বিরত রেখেছিলেন পর্দা থেকে। এক বছরেরও বেশি সময় পর, আবার তাঁকে দেখা যাবে টিভি পর্দায়। নতুন এই ধারাবাহিকের প্রোমো সম্প্রতি স্টার জলসায় প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ উসকে দিয়েছে।
এই ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ত্রিকোণ প্রেমের কাহিনি। মুখ্য চরিত্রে রয়েছেন দিয়া বসু, অর্ণব বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বীর শর্মা। আর এই অভিষেকের চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করছেন শ্রীময়ী। তাঁর চরিত্রের নাম—রাগিনী চট্টোপাধ্যায়।
প্রোমোতে তাঁকে দেখা গিয়েছে একটি ব্যালকনিতে বসে বীণা বাজাতে—যা থেকেই আন্দাজ করা যায়, এক সম্ভ্রান্ত পরিবারের অভিভাবিকা হিসেবেই পর্দায় ফিরছেন তিনি। তবে চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, তা এখনও ধোঁয়াশায়। এদিকে শ্রীময়ী তাঁর মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। এবার মেয়েকে ঘিরে জীবনের পরিপূর্ণতা পেয়েও আবার অভিনয়ে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত শ্রীময়ী। নতুন এই যাত্রায় তিনি কতটা মন জয় করতে পারেন, তা সময়ই বলবে।