শেষ আপডেট: 6th November 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: বাবা হয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। ২ নভেম্বর রাতে মেয়ের জন্ম দিয়েছেন অভিনত্রী শ্রীময়ী চট্টরাজ। এদিন আবার শাহরুখ খানেরও জন্মদিন ছিল। মেয়ের জন্মের পরই অভিনেতা কাঞ্চন মল্লিক জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। তাঁরা কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’।
সন্তান আসার গুঞ্জন শোনা গিয়েছিল কালীপুজোর ছবি প্রকাশ্যে আসতেই। নেটিজেনদের চোখ এড়াতে পারেনি শ্রীময়ীর শাড়িতে ঢাকা বেবিবাম্প। তবে সেই নিয়ে মুখ খোলেননি দম্পতি। কন্যা সন্তান জন্ম নিতেই সুখবরটা দিয়েই দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন। নিজেরই জানিয়েছিলেন মাত্র কিছুক্ষণ আগেই ভূমিষ্ঠ হয়েছেন তাঁদের সন্তান কৃষভি।
এ বার সদ্যজাতের এক ঝলক প্রকাশ্যে আনলেন শ্রীময়ী। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছোট্ট মেয়ের এক ঝলক শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট আঙুল ধরে রয়েছেন শ্রীময়ী। সেই ছবিতে একটি গানও শুনতে পাওয়া যায়। যার বাংলা মানে দাঁড়ায়, খুদেই হল তাঁর গোটা পৃথিবী। এই ছবি পোস্ট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাঞ্চনও। তবে খুদের মুখ দেখতে না পেয়ে মন খারাপ হয়েছে অনেকের।
এর ঠিক কয়েকদিন আগেই দীপিকা পাড়ুকোন তাঁর মেয়ের নাম প্রকাশের দিন মেয়ের পায়ের ছবি দিয়েছিলেন। অনুষ্কা শর্মাও ছেলের ছোট্ট হাতের ছবি দেন। তেমনটা রাজ-শুভশ্রীর ক্ষেত্রেও দেখা গিয়েছিল। এবার সেই পথেই হাঁটলেন কাঞ্চন-শ্রীময়ী। ছোট্ট কৃষভির মুখ দেখতে চাওয়ার অপেক্ষায় প্রচুর অনুগামী।
মেয়ে হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। কাঞ্চনের পোস্ট রীতিমতো চমকে দিয়েছিল সবাইকে। নেটপাড়ার একাংশ আবার প্রশ্নও তুলেছিলেন যে বিয়ের ৮ মাস কাটতে না কাটতেই সন্তান চলে এল? এই কোনও প্রশ্নেরই মুখোমুখি হতে চাননি শ্রীময়ী। তাই গোটা ব্যাপারটাই চেপে গিয়েছেন।