শেষ আপডেট: 26th August 2023 08:45
দ্য ওয়াল ব্যুরো: টলিউড থেকে বলিউডে নাম লিখিয়েছেন বর্তমানে বহু নায়ক-নায়িকাই। যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, এমনকী আবির চট্টোপাধ্যায়ও সম্প্রতি কাজ করে এসেছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে। আবার মাঝেমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দিতে কাজ করেন এবং সম্প্রতি নাম লিখিয়েছেন সর্বভারতীয় সিরিজেও। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)-ও। আগামী ৭ সেপ্টেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পাবে তাঁর প্রথম হিন্দি সিরিজ (hindi webseries) 'কালা'।সিরিজটি পরিচালনা করেছেন বিখ্যাত ডিরেক্টর বিজয় নাম্বিয়ার (Bejoy Nambiar)।
যদিও শ্রীলেখা বলেন, 'চরিত্রটি খুব একটা বড় নয়, তবে গল্পের খাতিরে বেশ গুরুত্বপূর্ণ। আর পরিচালক যেহেতু বিজয় নাম্বিয়ার, তাই প্রস্তাব পেতেই রাজি হয়ে গিয়েছি। এই পরিচালকেরই 'শয়তান' দেখে মুগ্ধ হয়েছিলাম। তখন থেকেই কাজের ইচ্ছা ছিল। এতদিনে সে সুযোগ এল। স্বপ্ন পূরণ হল বলাই যায়।' এর পাশাপাশি অভিনেত্রী জানান, অডিশন দিয়েই এই সিরিজে কাজের সুযোগ পেয়েছেন তিনি।
একটা সময় আমির খানের সঙ্গে ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন করে রাতারাতি যুব সমাজের ক্রাশ হয়ে উঠেছিলেন শ্রীলেখা মিত্র। লাল পাড় সাদা শাড়ি, কপালে লাল টিপ এবং মানানসই গয়নায় সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল বঙ্গললনাকে। সেইসময় অনেকেই ভেবেছিলেন শ্রীলেখা হয়ত খুব শিগগিরই বলিউডে পাড়ি দেবেন। কিন্তু তা হয়নি, যদিও অভিনেত্রী এখনও সেভাবে বলিউডে কাজ করতে চান না। শ্রীলেখার ইচ্ছা, খুবই বেছে হিন্দি ছবি বা সিরিজে কাজ করবেন তিনি। যাতে কারও মনে না হয়, শুধুমাত্র হিন্দি ইন্ডাস্ট্রিতে নাম দেখানোর জন্যই তিনি কাজ করছেন।
জাতীয় পুরস্কার জিতেই সিদ্ধি বিনায়ক মন্দিরে কৃতি শ্যানন, ‘গাঙ্গুবাই’কে শুভেচ্ছা ‘মিমি’র