‘গুন্তুর কারাম’ ও ‘ভগবন্ত কেসারি’-র মতো তেলুগু হিট সিনেমায় কাজ করে আলোচনায় আসা শ্রীলীলা এবার বলিউডে অভিষেক করতে চলেছেন কার্তিক আরিয়ানের বিপরীতে, অনুরাগ বসু পরিচালিত একটি রোমান্টিক ড্রামা সিনেমায়—যা অনেকেই মনে করছেন, ‘আশিকি ৩’।
শ্রীলীলা
শেষ আপডেট: 17 May 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউডে পা রাখছেন শ্রীলীলা, কিন্তু তার এই পথচলা একেবারেই সহজ ছিল না। ‘গুন্তুর কারাম’ ও ‘ভগবন্ত কেসারি’-র মতো তেলুগু হিট সিনেমায় কাজ করে আলোচনায় আসা শ্রীলীলা এবার বলিউডে অভিষেক করতে চলেছেন কার্তিক আরিয়ানের বিপরীতে, অনুরাগ বসু পরিচালিত একটি রোমান্টিক ড্রামা সিনেমায়—যা অনেকেই মনে করছেন, ‘আশিকি ৩’।
তবে শ্রীলীলা’র এই বলিউড যাত্রা এসেছে বেশ বড় মূল্যের বিনিময়ে। সূত্রের খবর, যেখানে কার্তিক আরিয়ান এই ছবির জন্য নিয়েছেন প্রায় ₹৪০ কোটি, সেখানে শ্রীলীলা’র পারিশ্রমিক মাত্র ₹২ কোটি—মানে, কার্তিকের থেকে প্রায় ২৫ গুণ কম!
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই শ্রীলীলা বেশ বড় নাম। তিনি ‘রবিনহুড’ সিনেমার জন্য ₹৩ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন এবং ‘পুষ্পা ২’-এর হিট আইটেম সং ‘কিসিক’-এর জন্যও মোটা অঙ্কের পারিশ্রমিক ছিল তাঁর। অথচ বলিউডে প্রথম সিনেমার জন্য তাকে ফি কমাতে হয়েছে। এক সেলেব্রিটি ম্যানেজার জানিয়েছেন, ‘বলিউডে দক্ষিণী অভিনেত্রীদের শুরুর দিকে এত বড় পারিশ্রমিক দেওয়া হয় না, তাই শ্রীলীলা তাঁর ফি কমিয়েছেন দর্শকদের মন জয় করতে।’
‘আশিকি ৩’ ছবিতে কার্তিক আরিয়ান এক রকস্টারের ভূমিকায় অভিনয় করছেন এবং শ্রীলীলা তার প্রেমিকার চরিত্রে। অনুরাগ বসু পরিচালিত এই রোমান্টিক ড্রামার সুর করছেন প্রীতম। ছবি মুক্তি পাবে এই বছরের দীপাবলিতে।
এছাড়াও, শ্রীলীলা সই করেছেন আরও একটি হিন্দি সিনেমার জন্য, যেখানে তিনি থাকবেন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের বিপরীতে। সেই সিনেমার নাম আপাতত ‘দিলের’ বলে জানা গিয়েছে।
সামান্থা, রশ্মিকা মন্দান্না এবং কীর্তি সুরেশের মতো দক্ষিণী অভিনেত্রীদের বলিউড যাত্রার পর এবার পালা শ্রীলীলার। রশ্মিকা যেখানে 'অ্যানিম্যাল' এবং 'ছাভা'-র মতো সিনেমা দিয়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন, শ্রীলীলাও আশা করছেন ‘আশিকি ৩’ তাঁর জন্য হবে বলিউডে বড় ব্রেক। দেখার বিষয়, বলিউডের এই অসম লড়াইয়ে তিনি কতটা উজ্জ্বল হতে পারেন।