শেষ আপডেট: 18th February 2025 22:22
দ্য ওয়াল ব্যুরো: নিঃশব্দচরণে প্রেম এসেছিল দুয়ার মাড়িয়ে---
ঘরে ও ঘরের বাইরে তখন ছিল না অন্ধকার
আল ছিলো, ভাল ছিল--ছিল তা, যা থাকে না কখনও...
একটি মানুষ ছিল সুন্দরের অপেক্ষায় বসে...
আর সেই মানুষটিই হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গালে টোল, ঠোঁট কামড়ে মিষ্টি হাসির গিন্টুকে ঘিরে টলিপাড়ায় আলোচনা খুব একটা কম নয়। তাঁর ব্যক্তিগত জীবনের রসালো গসিপ বিক্রি হয় চায়ের আড্ডায়। অসংবেদনশীল প্রশ্নে বারংবার বেকায়দায় ফেলা চলতেই থাকে অনায়াস দক্ষতায়। তবু শ্রাবন্তী হাসেন, আরবানার সাতমহলায় তাঁর মনের হদিস খোঁজার দায়িত্ব নেনই বা কয়জন?
গায়ে তকমা পড়েছে ডিভোর্সির। তা একাধিক হলে আর তো কথাই নেই। এ হেন শ্রাবন্তী আজও প্রেমে পড়েন? ভালবাসতে ইচ্ছে করে? ইচ্ছে করে বিয়ে করতে? লেকের ধারে নায়িকার সঙ্গে আড্ডা দিতেই হাজির হয়েছিল দ্য ওয়াল। নিজেকে উজাড় করলেন নায়িকা।
এই বছর তাঁর প্রেমদিবস কেটেছে ছেলে ও তাঁর প্রেমিকার সঙ্গেই। ছেলের সঙ্গে বয়সের ফারক বেশি নয়। আর প্রেমিকা তো কাছের বন্ধু। হাসিমুখেই বলছিলেন, "ছেলে আমার সঙ্গে ভীষণ ফ্র্যাঙ্ক। সব সিক্রেট জানি ওর।" সম্প্রতি তাঁর ছবি বের হয়েছে। নাম 'বাবুসোনা'। বিপরীতে জিতু কামাল। ছবি হিট না ফ্লপ সে হিসেব জনতা করছে নিয়ম মেনে। আর শ্রাবন্তী? বাবু-সোনার বলে ডাকার মানুষের অপেক্ষায় আজও কি থাকেন তিনি?
বললেন, "আমি বিয়েতে বিশ্বাস করি জানেন। কারও জীবনে কিছু ঘটেছে মানেই যে এই পবিত্র সম্পর্ক থেকে ভরসা উঠে যাবে তা তো নয়। আমার বাবা-মাকে দেখুন। কত দিনের বৈবাহিক জীবন। কত ভাল আছেন। ভবিষ্যতে বিয়ে করব কিনা জানি না। করতে পারি। তবে বিয়েতে আমার বিশ্বাস ষোলোআনা।" ইন্ডাস্ট্রিতেও তাঁর পাণিপ্রার্থীর সংখ্যা নিছক কম নয়। শ্রাবন্তী যদিও আপাতত ফোকাসে রেখেছেন তাঁর কাজ। আগামী ১ মে মুক্তি পাচ্ছে তাঁর আরও এক হাইবাজেট ছবি 'দেবী চৌধুরানি'।