শেষ আপডেট: 25th February 2023 07:48
দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে ইতিহাস কিংবা সাহিত্য নির্ভর ছবি গত কয়েক বছরে প্রায় উধাও! আগে একাধিক চলচ্চিত্র হলেও বিগত দিনে তা দেখা যায় না বললেই চলে। সম্প্রতি রুক্মিণী মিত্রকে নিয়ে রামকমল মুখোপাধ্যায় নটি বিনোদিনী বানানোর কথা ঘোষণা করেছেন। এবার আরও একটি সাহিত্য এবং ইতিহাস নির্ভর ছবি নিয়ে সিনেমা করতে চলেছেন 'অভিযাত্রিক' খ্যাত পরিচালক শুভ্রজিৎ মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবী চৌধুরানি' (Devi Chaudhurani)-কে বড়পর্দায় নিয়ে আসছেন তিনি। যেখানে নামভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। পাশাপাশি ভবানী পাঠক হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
এই প্রথম নয়, এর আগেও বাংলা ছবিতে 'দেবী চৌধুরানি' নিয়ে কাজ হয়েছে। সুচিত্রা সেন সেবার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর স্বামী ব্রজেশ্বর হয়েছিলেন রঞ্জিত মল্লিক। আর ভবানী পাঠক চরিত্রে দেখা গিয়েছিল বসন্ত চৌধুরীকে। দীনেন গুপ্তের পরিচালনায় সে ছবি বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছিল। এবার ওই একই উপন্যাস নিয়ে ফের সিনেমা বানাতে চলেছেন শুভ্রজিৎ। একই উপন্যাস নিয়ে একাধিকবার কাজ বলিউড বা টলিউডে নতুন নয়। যার সবচেয়ে বড় উদাহরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবদাস'।
শুভ্রজিতের এই সিনেমার সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে তার স্টারকাস্ট। দেবী চৌধুরানী চরিত্রে শ্রাবন্তী এবং ভবানী পাঠক চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া যে একেবারেই ভুল সিদ্ধান্ত নয়, তা একবাক্যে স্বীকার করছেন ফিল্ম সমালোচকরা। দু'টো চরিত্রে দুই তাবড় অভিনেতা যে দর্শকদের কাছে বড় পাওনা, সে কথা বলাই বাহুল্য। তবে অন্যান্য চরিত্রে আর কারা থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। পরিচালকের আশ্বাস, প্রতিটা চরিত্রেরই গুরুত্ব বুঝে অভিনেতা নির্বাচন করা হবে।
জানা গেছে, শুধু বাংলা নয়, মোট ছ'টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটির। বিশেষ করে জোর দেওয়া হয়েছে প্রি-প্রোডাকশনে। সূত্রের খবর, আগামী ৬ মাস ধরে চলবে এই প্রি-প্রোডাকশনের কাজ। চিত্রনাট্য তৈরি করতে স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিচ্ছেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র।
একইসঙ্গে সিনেমাটিতে সন্ন্যাসী বিদ্রোহ-র উপর বিশেষ জোর দেওয়া হবে। তাই অ্যাকশনেও নতুনত্ব আনতে চাইছেন নির্মাতারা। যোগাযোগ করা হয়েছে বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের সঙ্গে, যিনি ভিকি কৌশলের বাবা। সূত্রের খবর, ছবির গল্প শুনে কাজ করতে রাজি হয়েছেন শ্যাম কৌশল। সব ঠিক থাকলে ২০২৪ সালেই সিনেমাহলে মুক্তি পেতে পারে ‘দেবী চৌধুরানি’।
হবিষ্যি খেয়ে শ্যুটিং করেছিলেন মিঠুন, রামকৃষ্ণ হয়ে জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার