Jeetu kamal - Srabanti Chatterjee
শেষ আপডেট: 15th February 2025 21:36
দ্য ওয়াল ব্যুরো: একজন বাবু, আর অন্যজন সোনা। প্রেমের মরশুমে কতটা প্রেমে মজেছেন জীতু-শ্রাবন্তী? কখনই বা কেঁদে ওঠেন হাউ হাউ করে কিংবা ফেটে পড়েন অটঠাসিতে। জিতু বললেন কাঁদলে কেউ জানতে পারে না। কিন্তু শ্রাবন্তী বললেন ‘আমি জানি, জিতু শিবের সামনে কাঁদে!’ একেবারে অকপট এক আড্ডার সাক্ষী থাকল ‘দ্য ওয়াল’।
নীচে সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেওয়া হল। দেখুন ভিডিও...