শেষ আপডেট: 10th December 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে চাঁদের হাট। বলিউড-হলিউড মিলেমিশে একাকার। সন্ধের রেড কার্পেট দখল করলেন বলিউডের 'স্ত্রী' শ্রদ্ধা কাপুর সঙ্গে 'স্পাইডার ম্যান' অ্যান্ড্রু গারফিল্ড। শ্রদ্ধার রূপে নাকি মুগ্ধ অভিনেতা।
প্রতিবারের মতো এবারও জেড্ডায় বসেছিল রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের আসর। সেখানে ফাল্গুনি শেন পিককের রং মহল কোর্টিয়ার কালেকশনের পোশাকে সেজে গিয়েছিলেন শ্রদ্ধা। তাঁর রূপের ছটায় কুপোকাত হলেন স্বয়ং স্পাইডার ম্যান।
সৌদি আরবের ওই চলচ্চিত্র উৎসবে অ্যান্ড্রু গিয়েছিলেন স্লেট রঙের একটি স্যুট পরে। বিয়ার্ড লুকে ধরা দেন তিনি। শ্রদ্ধাকে দেখেই তাঁর দিকে এগিয়ে যান অভিনেতা। হাত মেলান বলিউড সুন্দরীর সঙ্গে। তার পর একসঙ্গে পোজও দেন পাপারাৎজিদের সামনে।
ওই উৎসবে শ্রদ্ধার পাশাপাশি বলিউড থেকে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, ফারহান আখতার, শিবানী দান্দেকার। রীতেশ সিধওয়ানি ও তাঁর স্ত্রী ডলি। হলিউড অভিনেত্রী-পরিচালক আলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে রেড কার্পেটে পোজ দেন রণবীর। সেজেছিলেন গলাবন্ধে।